ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকারের হাত থেকে বিচারপতিরাও ছাড় পাচ্ছেন না ॥ ফখরুল

প্রকাশিত: ০৪:৪৩, ২৩ আগস্ট ২০১৭

সরকারের হাত থেকে বিচারপতিরাও ছাড় পাচ্ছেন না ॥ ফখরুল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ বিএনপি’র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ভয় দেখিয়ে দেশ চালাচ্ছে। এর হাত থেকে বিচারপতিরাও ছাড় পাচ্ছেন না। এটাই হচ্ছে আওয়ামী লীগের আসল চেহারা। এরা সব সময় দাম্ভিকতা দেখায়। প্রধান বিচারপতিও তাদের হাত থেকে রেহাই পায় না। আওয়ামী লীগ সব সময় মনে করে- তারা এ দেশের মালিক, জোদদার জমিদার, রাজা আর আমরা সবাই প্রজা। আওয়ামী লীগ হুকুম তালিম করবে, আমাদের তাদের ইচ্ছে মতো চলতে হবে বলে ওরা দেশের রাজা, অন্যরা প্রজা। আপীল বিভাগ সত্য কথা বলেছে সেটা পছন্দ হচ্ছে না। ফলে তারা বিচার বিভাগকেও আক্রমণ করছে। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের কথা মুখে বললেও সেটা বিশ্বাস করে না। দেশের কোথাও সুশাসন নেই। যে যেভাবে ইচ্ছে সেভাবেই দেশ চালাচ্ছে। পুলিশ পুলিশের মতো, সরকারী লোকজন তাদের মতো চলছে। দেশে কোন ভারসাম্য নেই। সরকার জনগণের অধিকার হরণ করছে। খুন, গুম অত্যাচার করছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ডিহাট শুকানপুখুরী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ’ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, জেল জুলুমের মধ্যেও আমরা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সামান্য যা কিছু পাচ্ছি ভালবাসার কারণেই তা নিয়ে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। অথচ জনগণের সঙ্গে এ সরকারের কোন সম্পর্ক নেই। এই সরকার বিপদের সময় মানুষের পাশে থাকে না। ত্রাণসামগ্রীসহ খাদ্য সংগ্রহ অভিযানের নামে তারা কোটি কোটি টাকা লুটপাট করছে। সরকারী দলের লোকজন এসব ভাগবাটোয়ারা নিয়ে খুনের ঘটনাও ঘটাচ্ছে। তিনি আরও বলেন, বিএনপি মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়। জনগণ যে ভোট দিতে পারেনি, বিএনপি সে ভোট আবার দেয়াতে চায়। এ সময় মির্জা ফখরুল আগামী নির্বাচনে অবৈধ, অনৈতিক সরকারকে পরাজিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান । পরে তিনি ওই এলাকার বন্যাকবলিত তিন শ’ ক্ষতিগ্রস্তের মাঝে ত্রাণের চাল বিতরণ করেন।
×