ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জনগণ বারবার একই সরকারকে চায় না ॥ এরশাদ

প্রকাশিত: ২২:২২, ২২ আগস্ট ২০১৭

জনগণ বারবার একই সরকারকে চায় না ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যতই ভাল কাজ করুন না কেন জনগন বারবার একই সরকারকে আর দেখতে চায় না। আর বিএনপির রাজনৈতিক অবস্থা একেবারেই নাজুক। আমার কাছে খবর আছে দেশের জনগন এবার জাতীয় পার্টিতে ক্ষমতায় দেখতে চায়। তাই আগামী নির্বাজনে জাতীয় পার্টি তিনশত আসনে প্রার্থী দিবে। আজ মঙ্গলবার সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ডিগ্রী কলেজ মাঠে বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এরশাদ এ সব কথা বলেন। এ সময় এরশাদ সৈয়দপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর ও খাতামধুপুর ইউনিয়নের বন্যা কবলিত ১ হাজার পরিবারকে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। তিনি আরো বলেন, বন্যা কবলিত এলাকায় ত্রাণ অপ্রতুল। তাই সরকারকে বন্যা কবলিত মানুষের ত্রাণের পাশাপাশি তাদের জরুরীভাবে পূণর্বাসন করতে হবে। সাংবাদিকদের প্রশ্নে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা রায়ের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব মো: শওকত চৌধুরী এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য মেজর (অব:) খালেদ আকতার, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফয়সাল দিদার দিপু সহ স্থানীয় নেতৃবৃন্দ।
×