ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২শ’ একর জমি বরাদ্দ

জবিকে বিশ্ব মানে উন্নীত করার উদ্যোগ

প্রকাশিত: ০৮:০৬, ২২ আগস্ট ২০১৭

জবিকে বিশ্ব মানে উন্নীত করার উদ্যোগ

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সর্বাধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জবি শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের আবাসিক হল, ক্লাসরুম, লাইব্রেরি, জিমনেসিয়াম, প্লে-গ্রাউন্ড, বোটানিক্যাল গার্ডেন, গবেষণা কেন্দ্রসহ সব ধরনের অবকাঠামো নির্মাণের জন্য ২০০ একর জায়গা বরাদ্দ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই জায়গা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। জমি অধিগ্রহণের জন্য এর দাগ নম্বর তুলে দিয়ে প্রজ্ঞাপনে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্বে প্রদত্ত কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর মৌজায় ৫০ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন বাতিল পূর্বক আবেদনকৃত দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি মৌজায় দুই শত একর জমি অধিগ্রহণে প্রশাসনিক অনুমোদন করতে সরকার সম্মত হয়েছে। এই অনুমোদনের মাধ্যমে জবিকে আগামী দিনে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে যে ধরনের অবকাঠামো দরকার তা নির্মাণ করা হবে। এদিকে এই অনুমোদন পাওয়ার পর জমি অধিগ্রহণের জন্য যাবতীয় কজ শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। জবির বর্তমান ক্যাম্পাস কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে কি না এই বিষয়ে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা শুধু সম্প্রসারণ করা হলো। তবে বর্তমান ক্যাম্পাসের জায়গায় নতুন করে আর কোন অবকাঠামো নির্মাণ করা হবে না। এটা যেভাবে আছে এভাবেই থাকবে।
×