ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট স্মরণে ভিয়েনায় আলোচনা সভা

প্রকাশিত: ০৬:১০, ২২ আগস্ট ২০১৭

২১ আগস্ট স্মরণে ভিয়েনায় আলোচনা সভা

২০০৪ সালের ২১ আগস্টে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বর্বর গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ব্রুনেন মার্কেটে ঢাকা রেস্টুরেন্টে বিকেলে প্রবাসী বাঙালীদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবাসী বাঙালীদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অস্ট্রিয়ার নোয়াখালী সমিতির সভাপতি আকতার হোসেন। পরিচালনা করেন অস্ট্রিয়া আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল। সভায় প্রধান অতিথি ছিলেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রুহী দাস সাহা, মিজানুর রহমান শ্যামল, আমিনুল ইসলাম, নয়ন হোসেন, এবিএম মাইনুদ্দিন, সাইফুজ্জামান, মোহাম্মদ আলী, মনিরুজ্জামান মানিক, ফসিয়ার শেখ প্রমুখ। -বিজ্ঞপ্তি চলন্ত রাস্তার ধারণাবিষয়ক অনুষ্ঠান আজ রাজধানী ঢাকার প্রধান সমস্যা যানজট। এতে প্রতিদিন শুধু বার লাখ কর্মঘণ্টাই নষ্ট হচ্ছে না, বছরে অপচয় হচ্ছে ত্রিশ হাজার কোটি টাকা। সড়ক-মহাসড়কে নতুন এক পরিবহন পদ্ধতির মধ্য দিয়ে এই সঙ্কট দূর করা সম্ভব। এ পদ্ধতি বাস্তবায়ন খরচ মেট্রোরেল বা এলিভেটরের চাইতে অনেক কম। রক্ষণাবেক্ষণ ও জ্বালানি খরচও অনেক কম। এছাড়া পরিবেশ দূষণও কমবে। মোটর যানের ব্যবহার অনেক কমে আসবে। সার্বিক বিবেচনায় যাত্রী পরিবহন খাতের সমস্ত ব্যয় পঞ্চাশ ভাগের নিচে নেমে আসবে। এ বিষয়ে পদ্ধতিগত ধারণা উপস্থাপন করা হবে আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের নবমতলায়। মূলত, উড়াল সেতু এবং উড়াল সড়ক অত্যন্ত ব্যয়বহুল এবং উন্নত কারিগরি ধারণা। উড়াল সেতু এবং উড়াল সড়ক নির্মাণই শেষ কথা নয়, প্রয়োজন হয় উন্নত যানবাহনের। সব মিলিয়ে বিশাল অর্থযজ্ঞ। সার্বিক বিবেচনায় সড়ক-মহাসড়কে নতুন এক পরিবহন পদ্ধতির ধারণা উপস্থাপন করা হচ্ছে। এর নাম ‘চলন্ত রাস্তা।’ চলন্ত রাস্তা নির্মাণে দুটি পদ্ধতি অনুসরণ করা নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে। এর মধ্যে (ক) ধীরগতি সম্পন্ন চলন্ত রাস্তা : এই রাস্তায় একই দিকে বিভিন্ন গতির একের অধিক রাস্তা বিরতিহীনভাবে চলমান থাকবে। (খ) দ্রুতগতিসম্পন্ন চলন্ত রাস্তা : একই দিকে একটি রাস্তা যা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময়ের জন্য থামবে।-বিজ্ঞপ্তি
×