ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইসলাম, কৃষ্টি ও দেশ রক্ষায় সবাইকে এক হতে হবে ॥ এরশাদ

প্রকাশিত: ০৬:০৯, ২২ আগস্ট ২০১৭

ইসলাম, কৃষ্টি ও দেশ রক্ষায় সবাইকে এক হতে হবে ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আজ আমাদের সন্ত্রাসী বলা হয়, জঙ্গী বলা হয়। কী কারণে জঙ্গী হলাম আমরা? আমরা তো আগে জঙ্গী ছিলাম না। আমার সময়ে তো দেশে কোন সন্ত্রাসী-জঙ্গী ছিল না, তবে আজ কেন বলা হচ্ছে? আমরা কোথায় আছি। তিনি বলেন, এর কারণে দেশের ইসলামি দলগুলোর মধ্যে একতা নেই। আমাদের একত্রিত হতে হবে। সামনে বিরাট পরীক্ষা, ভয়ঙ্কর বিপদ। যদি বাঁচতে হয় সবাইকে এক হতে হবে। উদ্দেশ্যে একটাই- ইসলাম, কৃষ্টি এবং দেশ রক্ষা করা। সোমবার রাজধানীর বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ওলামা পার্টি আয়োজিত ‘ইসলাম, মুসলিম বিশ্ব ও আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বন্যাদুর্গত এলাকায় খাদ্যাভাব রয়েছে অভিযোগ করে খাদ্যমন্ত্রীর সমালোচনা করে এরশাদ বলেন, খাদ্যমন্ত্রী বলেছেন- ৫৬ টাকা চাল হয়েছে তো কী হয়েছে? মানুষের ক্রয়ক্ষমতাও বেড়েছে। বাংলাদেশের মাথাপিছু আয় ১ হাজার ৬০০ ডলার।
×