ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে যাত্রী ছাউনিতে গাড়ি তুলে দিয়ে ১ জনকে হত্যা

প্রকাশিত: ০৬:০০, ২২ আগস্ট ২০১৭

ফ্রান্সে যাত্রী ছাউনিতে গাড়ি তুলে দিয়ে ১ জনকে হত্যা

ফ্রান্সের মার্সেই শহরে এক ঘণ্টার ব্যবধানে দুটি বাস স্টপের যাত্রী ছাউনিতে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় অন্তত একজন নিহত এবং একজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন গাড়িচালক হিসেবে ৩৫ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিবিসি। মার্সেই পুলিশ স্থানীয়দের নগরীর ‘ওল্ড পোর্ট’ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখনও ওই ব্যক্তির উদ্দেশ সম্পর্কে আমরা কোন তথ্য পাইনি।’ স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে এক ব্যক্তি দ্রুতগতির গাড়ি নিয়ে নগরীর উত্তরাঞ্চলের একটি বাস স্টপের যাত্রী ছাউনিতে আঘাত করে। প্রায় এক ঘণ্টা পর সেটির বেশ কয়েক কিলোমিটার দক্ষিণে আরও একটি যাত্রী ছাউনিতে সে গাড়ি উঠিয়ে দেয়। মাত্র চারদিন আগে স্পেনের বার্সিলোনায় ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে দিয়ে ১৩ জনকে হত্যার ঘটনার পর ফ্রান্সে এ ঘটনা ঘটল। সন্দেহভাজন ওই ভ্যানচালককে এখনও খুঁজছে পুলিশ। চার বছরের জন্য বন্ধ ‘বিগ বেন’ ব্রিটেনের পার্লামেন্টের অন্যতম একটি অংশ ‘বিগ বেন’এর ঘণ্টাধ্বনি। সোমবার থেকে এই ঘণ্টাধ্বনি বন্ধ হয়ে গেছে। বিগ বেন টাওয়ারের সংস্কার কাজের জন্য আগামী ২০২১ সাল পর্যন্ত ঘড়িটি বন্ধ থাকবে। এর আগে ‘বিগ বেন’ এর ঘণ্টাধ্বনি আর বাজবে না। খবর বিবিসি অনলাইনের। গত ১৫৭ বছর ধরে প্রতি ঘণ্টায় ‘বিগ বেন’-এর ঘণ্টাধ্বনি বাজছে। সোমবার দুপুরে শেষবারের মতো রানী এলিজাবেথ টাওয়ার থেকে ঘড়িটির ঘণ্টাধ্বনি শোনা যায়। তবে যেমন নতুন বছরের সূচনার মতো গুরুত্বপূর্র্ণ দিনে বিগ বেনের ঘণ্টা বাজানো হবে।
×