ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিহারে বন্যার কবলে সোয়া কোটি মানুষ, মৃত ২৫৩

প্রকাশিত: ০৬:০০, ২২ আগস্ট ২০১৭

বিহারে বন্যার কবলে সোয়া কোটি মানুষ, মৃত ২৫৩

ভারতের বিহার রাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫৩ জনে দাঁড়িয়েছে। নতুন নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে। খবর এনডিটিভি অনলাইনের। বিহার রাজ্যের ১৮ জেলার প্রায় এক কোটি ২৬ লাখ মানুষ বন্যার মোকাবেলা করছে। বন্যাকবলিত এসব জেলাগুলোতে ত্রাণ কার্যক্রম চালাতে সেনাবাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স মোতায়েন করা হয়েছে। ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দেয়া তথ্যানুযায়ী, চার লাখ ২১ হাজার বন্যার্তকে রাজ্যের বিভিন্ন স্থানের এক হাজার ৩৫৮টি ত্রাণশিবিরে সরিয়ে নেয়া হয়েছে। শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ২০২ জন থাকলেও নতুন কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হওয়ার পর রবিবার তা বেড়ে ২৫৩ জনে এসে দাঁড়িয়েছে। রাজ্যের আরারিয়া জেলায় বন্যার পানির তোড়ে একটি সেতু ধসে গেলে তিনজনের একটি পরিবার ভেসে যায়। ভেসে যাওয়াদের মধ্যে এক নারী, একটি মেয়ে ও এক পুরুষ রয়েছেন। ছয় মাসের বেশি সময় নিয়ে পরিকল্পনা করে সন্ত্রাসী চক্র বার্সিলোনায় গাড়ি হামলা স্পেনে এ সপ্তাহে হামলা চালানো জঙ্গী চক্রের কাছে ১২০টি গ্যাসের টিন ছিল বলে জানিয়েছে স্প্যানিশ পুলিশ। গাড়ি হামলায় এ টিনগুলোও ব্যবহারের পরিকল্পনা ছিল সন্ত্রাসী চক্রের। বার্সিলোনার লা রামব্লায় হামলার আগে বুধবার আলকানার শহরের যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল সেখানেই ওই গ্যাস ক্যানিস্টারগুলো খুঁজে পাওয়া যায়। পুলিশ আরও জানায়, ১২ সদস্যের ওই সন্ত্রাসী চক্র ছয়মাসেরও বেশি সময় ধরে হামলার পরিকল্পনা করে। বিবিসি। রবিবার এক সংবাদ সম্মেলনে কাতালান পুলিশ প্রধান জোসেপ লুইস ট্রাপেরো তদন্ত কাজের অগ্রগতি নিয়ে গণমাধ্যমকে নানা তথ্য দেন। পুলিশের দাবি, তিনটি ভ্যান ভাড়া করে সেগুলোতে বিস্ফোরক ভরে তা দিয়ে হামলা চালানোর পরিকল্পনা ছিল জঙ্গীদের। কিন্তু বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটায় পরে বিস্ফোরকের অভাবে জঙ্গীরা কেবল ভ্যান দিয়েই হামলা চালায়। গত বৃহ¯পতিবার বিকেলে বার্সিলোনার লা রামব্লা সড়কে ভ্যান নিয়ে চালানো হামলায় ১৪ জন নিহত হয়। এরপর শুক্রবার ভোরে স্পেনের আরেক শহর কামব্রিলসে গাড়ি হামলায় এক নারী নিহত হন। এ ঘটনার পর পুলিশ পাঁচ হামলাকারীকে গুলি করে হত্যা করে। লা রামব্লায় হামলাকারী ভ্যানের চালকের পরিচয় জানা গেছে এবং তার খোঁজে এখনও অভিযান চালাচ্ছে কাতালান পুলিশ।
×