ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দু’মাসের মধ্যে দ্বিতীয় যুদ্ধজাহাজ দুর্ঘটনা

তেল ট্যাঙ্কারের সঙ্গে ডেস্ট্রয়ারের সংঘর্ষ ॥ ১০ নাবিক নিখোঁজ

প্রকাশিত: ০৫:৫৯, ২২ আগস্ট ২০১৭

তেল ট্যাঙ্কারের সঙ্গে ডেস্ট্রয়ারের সংঘর্ষ ॥ ১০ নাবিক নিখোঁজ

সিঙ্গাপুরের পূর্বাঞ্চলীয় উপকূলে সোমবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডেস্ট্রয়ারের সঙ্গে এক তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে দশ মার্কিন নাবিক নিখোঁজ রয়েছে ও পাঁচজন আহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনও চলছে। দু’মাসের মধ্যে এটি দ্বিতীয় মার্কিন যুদ্ধজাহাজ দুর্ঘটনা। খবর এএফপির। এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিট (জিএমটি ২১২৪ রবিবার) ইউএসএস জন ম্যাককেইন নামের ওই যুদ্ধজাহাজটি পূর্ব সিঙ্গাপুর বন্দরে ঢোকার প্রস্তুতি নেয়ার সময় লাইবেরিয়ার পতাকাবাহী তেল ও রাসায়নিকবাহী আলনিক এমসি ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটে পূর্ব সিঙ্গাপুর উপকূল ও মালাক্কা প্রণালীর কাছে। সংঘর্ষে ইউএসএস জন ম্যাককেইনের পোর্ট সাইড ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিখোঁজদের উদ্ধারে সাগরে তল্লাশি চলছে। জাহাজটির দশ নাবিক নিখোঁজ রয়েছে ও পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে। স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। মার্কিন সামরিক হেলিকপ্টারের পাশাপাশি সিঙ্গাপুরের নৌবাহিনী ও কোস্টগার্ড এ অভিযানে অংশ নিচ্ছে। মেরিন ট্রাফিক তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তেল ও রাসায়নিকবাহী ট্যাঙ্কার আলনিক এমসি ৩০ হাজার টন ধারণক্ষমতার অধিকারী। তবে আলনিক এমসি ও এর নাবিকদের ভাগ্যে কি ঘটেছে সে বিয়য়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। গত দুই মাসের মধ্যে এশিয়ার জলসীমায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনায় পড়ল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধজাহাজ। জুনে জাপানের জলসীমায় একটি কনটেনার জাহাজের সঙ্গে সংঘর্ষে যুক্তরাষ্ট্রের ইউএসএস ফিটজেরাল্ড ডেস্ট্রয়ারের সাত নাবিকের মৃত্যু হয়।
×