ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জোড়া আত্মঘাতী গোলে আরামবাগের সর্বনাশ, শেখ জামাল ৩-১ আরামবাগ

বিপিএলে শেখ জামালকে জয় উপহার

প্রকাশিত: ০৫:২১, ২২ আগস্ট ২০১৭

বিপিএলে শেখ জামালকে জয় উপহার

স্পোর্টস রিপোর্টার ॥ গোল করল আরামবাগ ক্রীড়া সংঘ, অথচ জিতল কিনা শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড। পরিষ্কার হলো না বাক্যটা? জোড়া আত্মঘাতী গোলে আরামবাগের সর্বনাশ। এবার নিশ্চয়ই স্পষ্ট হয়েছে বিষয়টা? হ্যাঁ, সোমবার এমন ঘটনাই ঘটেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের দিনের প্রথম ম্যাচে। আগে গোল করেও হারতে হয়েছে আরামবাগকে। তাদের ৩-১ গোলে হারায় শেখ জামাল। নিজেদের পঞ্চম ম্যাচে এটা তিনবারের লীগ শিরোপাধারী জামালের চতুর্থ জয়। ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে আগের দ্বিতীয় স্থানেই আছে তারা। পক্ষান্তরে সমান ম্যাচে এটা আরামবাগের চতুর্থ হার। মাত্র ৩ পয়েন্ট নিয়ে তারা আছে আগের মতোই নবম স্থানে (১২ দলের মধ্যে)। চলতি লীগে আরামবাগ শুরু থেকেই ছিল বেকায়দায়। টানা তিন হারের পর একটা জয় পেয়েছিল। তবে সোমবার জামালের কাছে হেরে আবারও হারের বৃত্তে ফিরে গেল। আর জামাল হচ্ছে এই লীগে দুটি দলের একটি (অন্যটি চট্টগ্রাম আবাহনী), যারা এখনও কোন ম্যাচে হারেনি। ১৪ মিনিটে এগিয়ে যায় আরামবাগ। বক্সে ঢুকে ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েল ডান পায়ে ক্রস করেন নাইজিরিয়ান ফরোয়ার্ড বুকোলা ওলালেকানের উদ্দেশে। ডান পায়ের গড়ানো শট নেন বুকোলা। বলের গতি এতটাই বেশি ছিল, গোলরক্ষক মিতুল হোসেন বল ধরলেও তা ফস্কে গিয়ে জালে প্রবেশ করে (১-০)। তবে ৩৬ নিজেদের ভুলে প্রতিপক্ষকে সমতায় ফেরায় আরামবাগ। জামালের ডিফেন্ডার শ্যামল মিয়া বক্সের কাছাকাছি থাকা মমোদৌ বাওকে লম্বা পাস দেন। কিন্তু বল পেয়ে যান আরামবাগের ডিফেন্ডার জালাল মিয়া। ব্যাক পাস করেন নিজেদের গোলরক্ষকের কাছে। কিন্তু আক্কাসের হাত ফস্কে বল চলে যায় জালে (১-১)। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+১ মিনিটে) আবারও নিজেদের ‘পাপে’ আবারও গোল হজম করে পিছিয়ে পড়ে আরামবাগ। কর্নার পায় শেখ জামাল। কর্নার কিক করেন এনামুল হক। সেই বল ব্যাক হেডে বিপদমুক্ত করতে যান আরামবাগের মিডফিল্ডার শাহরিয়ার বাপ্পী। কিন্তু বল ঢুকে যায় নিজেদের জালেই (২-১)। বল ধরার বিন্দুমাত্র সময়ও পাননি আক্কাস। ৬৩ মিনিটে বাঁপ্রান্ত থেকে ক্রস দেন জামালের শ্যামল মিয়া। বল বুঝে নিয়ে ডান পায়ের কৌনিক শটে লক্ষ্যভেদ করেন জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং (৩-১)। শেষ পর্যন্ত ৩-১ গোলের আক্ষেপের হার নিয়ে মাঠ ছাড়ে মারুফুল হকের শিষ্যরা। প্রতিপক্ষের আর ‘উপহার’ পাওয়া জোড়া গোল আর নিজেদের পরিশ্রমের এক গোলের সমন্বয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে জোসেফ আফুসির শিষ্যরা।
×