ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ হকির আনুষ্ঠানিক দল ঘোষণা

প্রকাশিত: ০৫:১৯, ২২ আগস্ট ২০১৭

এশিয়া কাপ হকির আনুষ্ঠানিক দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১১ অক্টোবর থেকে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে আট জাতির হকি টুর্নামেন্ট ‘এশিয়া কাপ হকি’। ‘এ’ গ্রুপের দলগুলো হচ্ছেÑ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও জাপান এবং ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছেÑ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও ওমান। এ উপলক্ষে সোমবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এশিয়ান হকি ফেডারেশন, বাংলাদেশ হকি ফেডারেশন এবং পৃষ্ঠপোষক হিরো মটোকর্পের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো তৈয়ব ইকরাম, বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল আবু ইশরার এবং হিরো মটোকর্পের প্রতিনিধি জে. নারায়ণ টুর্নামেন্টের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আবদুর রশিদ শিকদার ও সাধারণ সম্পাদক আবদুস সাদেক। দাতো তৈয়ব ইকরাম বাংলাদেশ হকির উন্নয়নে সাহায্য করার আশ্বাস দিয়েছেন। যেমন ক্রীড়াসামগ্রী দান, স্কুল হকির উন্নতির জন্য সহযোগিতা এবং কোচ ও আম্পয়ারদের কোচিং কোর্স করানো। উল্লেখ্য, এই আসর অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটে। ইতোমধ্যেই স্টেডিয়ামে ফ্লাডলাইট বসার কাজ প্রায় শেষ। আশা করা হচ্ছে আগামী ১০ সেপ্টেম্বর পরীক্ষামূলক আলো জ্বলবে। এশিয়া কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ হকি ফেডারেশনের পরিকল্পনা আছে বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু দেখিয়ে আগামীতে ভারত-পাকিস্তান হকি টুর্নামেন্ট করার। এশিয়ান হকি ফেডারেশনের আরও নতুন নতুন টুর্নামেন্ট যাতে ঢাকায় আয়োজন করতে পারে, সে চেষ্টাও করবে ফেডারেশন। বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল আবু ইশরার বলেন, ‘দীর্ঘ ৩২ বছর পর আবার এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছি আমরা। এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে যৌথভাবে এ টুর্নামেন্টে ভালভাবে আয়োজন করতে পারব বলে আশা করি। টুর্নামেন্ট সামনে রেখে আমরা স্টেডিয়াম ফ্লাডলাইট স্থাপনসহ আরও অনেক কাজ করছি। আশা করছি, টুর্নামেন্টের ফাইনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন। ‘এ’ গ্রুপের সময়সূচি ১১ অক্টোবর ॥ ভারত-জাপান (বিকেল ৩টা)। ১১ অক্টোবর ॥ বাংলাদেশ-পাকিস্তান (বিকেল সাড়ে ৫টা)। ১৩ অক্টোবর ॥ জাপান-পাকিস্তান (৩টা)। ১৩ অক্টোবর ॥ বাংলাদেশ-ভারত (বিকেল সাড়ে ৫টা)। ১৫ অক্টোবর ॥ বাংলাদেশ-জাপান (৩টা)। ১৫ অক্টোবর ॥ ভারত-পাকিস্তান (বিকেল সাড়ে ৫টা)।
×