ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের স্পিন মোকাবেলায় প্রস্তুত অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৫:১৯, ২২ আগস্ট ২০১৭

বাংলাদেশের স্পিন মোকাবেলায় প্রস্তুত অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুদিন আগেই ভারত সফর করে গেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ভারতীয় স্পিন আক্রমণের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা। এমনকি তিনদিনেই হার দেখেছে তারা। সেই দলটিই এবার বাংলাদেশ সফরে এসেছে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। বাংলাদেশেও তাদের জন্য স্পিন ফাঁদ অপেক্ষা করছে দুই ভেন্যুর উইকেটে। কিন্তু অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেহম্যান দাবি করলেন সেই স্পিন আক্রমণের চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত আছে দলের ক্রিকেটাররা। তবে উপমহাদেশের বাইরে টেস্ট জয় পাওয়াটাকে অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। সেজন্য তার আশা পেসাররা দ্রুতই বাংলাদেশের টপঅর্ডারদের উইকেট তুলে নিতে পারবে। কারণ লেহম্যান মনে করেন টপঅর্ডার ব্যাটসম্যানরাই বাংলাদেশ দলের ঘরের মাটিতে সাফল্যের চাবিকাঠি। সোমবার মিরপুর জাতীয় একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন লেহম্যান। সম্প্রতি ভারত ও শ্রীলঙ্কা সফরের অভিজ্ঞতাটা খুবই ভয়াবহ ছিল অস্ট্রেলিয়া টেস্ট দলের জন্য। স্পিনারদের কাছেই বারবার নতি স্বীকার করতে হয়েছে তাদের। এমনকি তিনদিনেও হার দেখতে হয়েছে এবং বেশ কয়েকটি ম্যাচে ভাল অবস্থানে থাকার পরও শেষ পর্যন্ত হারতে হয়েছে স্পিনারদের দাপটে। এ বিষয়ে লেহম্যান বলেন, ‘ভারতে আমরা তিনদিনেই ম্যাচ শেষ করেছি। অনেক সময় যত ছোট হয় ম্যাচের দৈর্ঘ, ততই উত্তেজনাপূর্ণ টেস্ট হয় সেটি। আমি এখনও মিরপুরের উইকেট দেখিনি। সাধারণত এখানে খুব ভাল ধরনের উইকেট হয়। আমরা খুব বেশি ম্যাচ খেলিনি এখানে, তাই বলতে পারছি না কিভাবে আমাদের নামতে হবে। তবে এখানে স্পিন হবে এবং ধীরগতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা সেসবের জন্য প্রস্তুত আছি। কিন্তু আমরা কি পদক্ষেপ নেব সেটা উইকেট ও পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেব। খুব বেশি সম্ভাবনা আমরাও দুই স্পিনার নিয়েই নামব।’ অস্ট্রেলিয়া দলে আছেন তরুণ লেগস্পিনার মিচেল সুইপসন। কুইন্সল্যান্ডের এ তরুণের ওপর বেশ আস্থা লেহম্যানের। তিনি বলেন, ‘সে গতির সঙ্গে বেশ ভাল স্পিন করাতে পারে বলকে। ঘরোয়া ক্রিকেটে সে খুবই ভাল করেছে। হয়তো সে এখানে দারুণ কিছু একটা করতে পারবে।’ এছাড়া আছেন আরেক অর্থোডক্স স্পিন অলরাউন্ডার এ্যাশটন এ্যাগার। তার ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই বেশ ভরসা করছেন লেহম্যান। তার কারণে উভয় বিভাগে ভাল পারফর্ম করতে পারবেন বলে বিশ্বাস তার। এ কারণে অনেকটাই নির্ভার লেহম্যান। বাংলাদেশের টপঅর্ডারদের নিয়েই বেশি ভাবনা অস্ট্রেলিয়ার। সেটা লেহম্যানের মন্তব্যেই পরিষ্কার হয়ে ফুটে উঠেছে। এ কারণে তিনি দলের পেসারদের ওপর নির্ভর করছেন দ্রুত সাফল্য এনে দেয়ার ক্ষেত্রে। তিনি বলেন, ‘তারা বেশ কিছু গুণসম্পন্ন ব্যাটসম্যান পেয়েছে তালিকায়। ঘরের মাটিতে বাংলাদেশের অনেক ভাল রেকর্ডও আছে। ইংল্যান্ডের বিপক্ষে তারা ভাল করেছে। তাদের ব্যাটিং কেমন হতে পারে সে ক্ষেত্রে টপঅর্ডাররাই চাবিকাঠি। সুতরাং আমাদের দ্রুত নিজেদের রাস্তা মসৃণ করতে হবে নতুন বলে। এখানে স্পিন হবে অনেক এবং সময়ের সঙ্গে রিভার্স সুইংও পাওয়া যাবে। আমরা ভারতে কিছু ভাল করার নমুনা দেখিয়েও সিরিজ হেরে গেছি। ঘরের মাটিতে বাংলাদেশও বেশ ভাল দল এবং তাদের দলের গভীরতাও আছে। দেশের বাইরে আমাদের সিরিজ জেতা তাই বড় চ্যালেঞ্জ।’ বৃষ্টির দাপটে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি অস্ট্রেলিয়ার। এমনকি টেস্ট ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি। এ বিষয়ে লেহম্যান বললেন, ‘আমরা ভেন্যু দেখার পরই না খেলার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখানে (মিরপুর) আউটফিল্ড অনেক ভাল হবে এবং আশা করি বৃষ্টি হলেও দ্রুত পানি নেমে যাবে। ঠিকমতো সবকিছু হওয়ার জন্য তারা অনেক পরিশ্রম করছে। আশা করছি মাঠ দ্রুতই শুকনো খটখটে হয়ে উঠবে এবং আমরা দারুণ একটা টেস্ট ম্যাচ খেলতে পারব।’
×