ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে এক ব্যক্তির আত্মহত্যা

প্রকাশিত: ০৫:১৬, ২২ আগস্ট ২০১৭

রাজধানীতে এক ব্যক্তির আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাফরুলে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। এদিকে পুরান ঢাকার ইসলামপুর থেকে কোটি টাকা বন্ডের কাপড় জব্দ করা হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর কাফরুলে রিপন (২৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত রিপনের বাবার নাম নজরুল ইসলাম। গ্রামের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার সালগ্রামে। কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল কাদের জানান, রবিবার গভীর রাতে উত্তর কাজীপাড়ার ৪২০ নম্বর ভবনের তৃতীয় তলার ভাড়া বাসা থেকে রিপনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সোমবার ভোরে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। এসআই আব্দুল কাদের জানান, তিন মাস আগে কাফরুলের ওই ভাড়া বাসায় ওঠেন বেকার রিপন। গত মাসে বাসা ভাড়া দেয়ার কথা ছিল। ভাড়ার টাকা যোগাড় করতে না পারায় মনের দুঃখে রিপন বাসার ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের বাসার মালিক জেসমিন রহমান জানান, গত তিন মাস ধরে রিপন স্ত্রী ও সন্তান নিয়ে তার বাসায় ভাড়া থাকছেন। রিপন একটা কোম্পানিতে চাকরি করতেন। তার কাছে এক মাসের ভাড়া পাওনা ছিল।
×