ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খুনী রোবট নিষিদ্ধ দাবি

প্রকাশিত: ০৫:১৬, ২২ আগস্ট ২০১৭

খুনী রোবট নিষিদ্ধ দাবি

খুনী রোবটকে থামাতেই হবে। যে করেই হোক, এ রোবট যাতে তৈরি না করা হয় সে জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন বিশ্বের অন্তত সেরা ১০০ রোবট বিশেষজ্ঞ। এর মধ্যে এলন মস্কো রয়েছেন। তারা জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছেন যাতে এ রোবট নির্মাণ বন্ধে ব্যবস্থা নেয়া হয়। খবর বিবিসি অনলাইনের। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মাণে বিশ্বকে নেতৃত্ব দেয়া বিশেষজ্ঞরা এক চিঠিতে জাতিসংঘকে সতর্ক করে দিয়ে জানিয়েছে, এ খুনী রোবট নির্মাণ করা হলে সেটা হবে যুদ্ধক্ষেত্রের তৃতীয় বিপ্লবের শামিল। তাদের মতে, ‘এসব মরণঘাতী স্বয়ংক্রিয় প্রযুক্তি একসময় পৃথিবীর মানুষদের জন্য প্যান্ডোরার বাক্সের রূপ নেবে। তারা বলেন, ‘এটা সত্যিই আমাদের জন্য হিতে-বিপরীত হবে তাতে সন্দেহ নেই। এসব প্রযুক্তি নির্মাণ করার সময় এটা না। এখন আমাদের ভাল কিছু করার দিকে মনোযোগ দিতে হবে।’ প্রযুক্তিবিদরা বিশ্বের সর্বোচ্চ সংস্থাটির কাছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রাণঘাতী অস্ত্র হিসেবে ব্যবহার নিষিদ্ধের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, যদি একবার এসব রোবট তৈরি হয়ে যায়, তবে যুদ্ধের মাত্রা যে কোন সময়কে ছাপিয়ে যাবে। যুদ্ধের গতি এতটাই দ্রুত হবে, যেটা মানুষ কখনও কল্পনা করতে পারবে না। চিঠিতে বলা হয়েছে, খুনী রোবট সন্ত্রাসীদের হাতে চলে যেতে পারে। তারা এসব অস্ত্র মজুদ রাখবে ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে ব্যবহার করবে। আর তা এত দ্রুতগতিতে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে, যা সত্যিই অপ্রত্যাশিত। প্রযুক্তিবিদরা বলেন, খুনী রোবটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের হাতে তেমন বেশি সময় নেই। তাদের দাবি, একবার যদি প্যান্ডোরার বাক্স খুলে দেয়া হয়, তবে তা আর কখনও বন্ধ করা যাবে না। খুনী রোবটেরা মানুষের সহায়তা ছাড়াই লক্ষ্যবস্তু নির্ধারণ করে হামলা চালাতে পারবে। এখনও এরকম রোবট তৈরি করা হয়নি। তবে সবকিছু যেভাবে এগুচ্ছে তাতে অল্প সময়ের মধ্যেই তা নির্মাণ করা হবে। খুনী রোবট নির্মাণের পক্ষের লোকদের দাবি, বিষয়টির সমাধানে বিদ্যমান আইনই যথেষ্ট। তারা এ রোবট নির্মাণ নিষিদ্ধের সরাসরি বিরোধী না।
×