ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রীড ফার্মা: স্বাস্থ্য সচিবকে হাইকোর্টে তলব

প্রকাশিত: ০০:২৮, ২১ আগস্ট ২০১৭

রীড ফার্মা: স্বাস্থ্য সচিবকে হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার ॥ রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় ঔষধ প্রশাসন অধিদফতরের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় স্থাস্থ্যসচিব সিরাজুল হককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৩ আগস্ট আদালতে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় ঔষধ প্রশাসনের দুই কর্মকর্তার অদক্ষতা, অযোগ্যতা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে অবহেলার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ৭২ ঘণ্টার মধ্যে জানতে চেয়েছিলেন হাইকোর্ট।’ এরপর স্বাস্থ্যসচিবের পক্ষে সোমবার একটি প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, ঔষধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও উপ-পরিচালক আলতাফ হোসেনকে সতর্ক করা হয়েছে। এ অবস্থায় ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সে বিষয়ে ব্যাখ্যা জানাতে স্বাস্থ্যসচিবকে ২৩ আগস্ট আদালতে হাজির হতে বলা হয়েছে। ২০০৯ সালে ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে সারা দেশে ২৮ শিশু মারা যায়। এ ঘটনায় ঔষধ প্রশাসন অধিদফতরের পক্ষ থেকে পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বিচার শেষে গত বছরের ২৮ নভেম্বর পাঁচ জনকে খালাস দেন বিচারিক আদালত।
×