ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে ডাকাতের হামলায় ১০ ষাড় লুট, নিহত ২

প্রকাশিত: ২২:৩৩, ২১ আগস্ট ২০১৭

ময়মনসিংহে ডাকাতের হামলায় ১০ ষাড় লুট, নিহত ২

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ সদর উপজেলার চরবড়বিলা গ্রামের আকাশি এগ্রো ইন্ডাষ্ট্রিজে সোমবার ভোর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের হামলায় মারা গেছে পাহারাদার ইদ্রিস আলী ও এক মিল মালিকের ভাই মোজাফর মন্ডল নামে ২ জন। দেখে ফেলায় ডাকাতদল ২ জনকে হত্যার পর লুট করে নিয়ে গেছে কোরবানির জন্য পোষা ১০ লাখ টাকা মূল্যমানের ১০টি ষাড় গরু। খবর পেয়ে পুলিশ ২ জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠিয়েছে। এর আগে স্থানীয় উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে খামারের সামনে চরবিলা নামকস্থানে অবস্থান নিয়ে ময়মনসিংহ শেরপুর সড়ক অবরোধ করে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। পুলিশ এই ঘটনায় তাহের আলী নামে এক পাহারাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, তারাকান্দা ও কোতোয়ালি থানা পুলিশের ময়মনসিংহ শেরপুর সড়কে টহলের পরও এই ডাকাতির ঘটনায় পুলিশ জড়িত। ময়মনসিংহের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম অভিযোগ অস্বীকার করে জানান, লুটের ষাড় গরু উদ্ধার ও ডাকাতদলের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×