ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ৬টি অবৈধ টমটম কারখানা সিলগালা

প্রকাশিত: ০৩:৪৮, ২০ আগস্ট ২০১৭

কক্সবাজারে ৬টি অবৈধ টমটম কারখানা সিলগালা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে শহরে অবৈধ টমটম (ইজি বাইক) তৈরীর ৬টি কারখানা সিলগালা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালর্ত। ওসময় জব্ধ করা হয়েছে টমটম তৈরীর বিভিন্ন প্রকার সরঞ্জাম। রবিবার বিকেলে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম (জয়) ও জুয়েল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ওসময় ভ্রাম্যমান আদালত ৬টি অবৈধ কারখানা সিলগালা করেছে। এ গুলো হল, আল্লাহর দান মটরস, সেতু মটরস, কক্সবাজার মটরস, সমতা মটরস, শক্তি মটরস ও নাঈম মটরস। এর পর শহরের সড়কে চলাচলরত ৭১টি লাইসেন্সবিহীন টমটম জব্ধ করা হয়।
×