ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝালকাঠি পুলিশের অভিযানে ৪ ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত: ০৩:০২, ২০ আগস্ট ২০১৭

ঝালকাঠি পুলিশের অভিযানে ৪ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি পুলিশের অভিযানে ৪ জন আন্তজেলা কুখ্যাত ডাকাত গ্রেপ্তার হয়েছে। রবিবার বেলা ৪টায় অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসানের নেতৃত্বে একদল পুলিশ পার্শ্ববর্তি ভান্ডারিয়া উপজেলা সদর বাস স্ট্যান্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া পুলিশের সহায়তায় এদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মঠভারিয়া উপজেলার বেচকি গ্রামের আ: হাই মালের পুত্র মো. ইয়াছিন মাল, ভান্ডারিয়া উপজেলার ভাওয়া গ্রামের হাফিজ মল্লিকের পুত্র মানিক মাল, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাইনতলা গ্রামের বজলুল রহমান সিকদারের পুত্র স্বপন সিকদার এবং বরগুনা জেলার বেতাগী উপজেলার করুনা গ্রামের শাহজাহান আকনের পুত্র মো. জসিম আকন (রিপন)। এরা ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারী ঝালকাঠি শহরের পশ্চিম ঝালকাঠি এলাকার আ: ছালামের বাড়িতে দুর্ধষ ডাকাতি করে ১৭ লক্ষাধিক টাকার মালামাল লকুট করেছিল। এরা স্বীকার করেছে তারা সাড়াদেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে বেড়ায়। মূলত ঢাকা, খুলনা, সিলেট এবং বরিশাল বিভাগে এদের ডাকাতির সংখ্যাই বেশী। পুলিশের প্রাথমিক তথ্যে এদের প্রত্যেকের বিরুদ্বে ডাকাতি ও নারী নির্যাতনসহ প্রায় ২০-২৫টি মামলা রয়েছে। পুলিশের এই অভিযানে জেলা পুলিশ সুপারের মৈাখিক নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ও ওসি তদন্ত ফারুক আলমসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেছেন। রবিবার বেলা ৪ টায় ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর আলম প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের কাছে এসব তথ্য ও ঘটনার বিবরণ দেন।
×