ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ প্রভিশন ঘাটতিতে বেসিক ব্যাংক

প্রকাশিত: ০১:৫৯, ২০ আগস্ট ২০১৭

সর্বোচ্চ প্রভিশন ঘাটতিতে বেসিক ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংকিং খাতে ঝুঁকিপূর্ণ ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণে ব্যর্থ হয়েছে কয়েকটি ব্যাংক। চলতি বছরের জুন শেষে এসব ব্যাংকের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৮ হাজার ৫৩৪ কোটি টাকা। এরমধ্যে সর্বোচ্চ পরিমাণে বেসিক ব্যাংকের ৩ হাজার ৮০ কোটি ১১ লাখ টাকা ঘাটতি রয়েছে। আগের প্রান্তিক মার্চে এই তিন ব্যাংকের প্রভিশন ঘাটতি ছিল ৬ হাজার ৪৭৯ কোটি ৩৪ লাখ টাকা। সংশ্লিস্টরা জানান, প্রভিশন ঘাটতি থাকলে সংশ্লিষ্ট ব্যাংক কোন লভ্যাংশ ঘোষণা করতে পারে না। এতে নিরুৎসাহিত হন বিনিয়োগকারিরা। এছাড়া যেসব ব্যাংক প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়, তাদের মূলধন ঘাটতিতে পড়ার আশঙ্কা থাকে।
×