ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

প্রকাশিত: ০১:৪১, ২০ আগস্ট ২০১৭

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। পুরাতন ব্রহ্মপুত্র নদ, দশানী ও মৃগী নদীর পানি বৃদ্ধির কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় জেলার ৩ উপজেলার ১৪ ইউনিয়নের ৮০ গ্রাম প্লাবিত হয়েছে। ওইসব এলাকার রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যাকবলিত এলাকার পানিবন্দি লোকজন চরম দুর্ভোগে পড়েছে। ডুবে গেছে সদ্যরোপন করা আমন ও সবজীর আবাদ। বন্যার কারণে চরাঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢোকায় সদর উপজেলার ৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬টি উচ্চ বিদ্যালয়, ১০টি মাদ্রাসা এবং একটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। চরপক্ষিমারি ইউনিয়নের কুলুরচর-বেপারিপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছরই ব্রহ্মপুত্র নদের ভাঙনে কুলুরচর-বেপারীপাড়া এলাকার মানুষের বসতভিটা নদীগর্ভে চলে যাচ্ছে। কিন্তু তারা কোন প্রতিকার পাচ্ছেন না। এ জন্য নদীভাঙনের কবল থেকে তাদের রক্ষায় স্থায়ী পদক্ষেপ দাবি করেছেন। এ প্রেক্ষিতে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে শেরপুর-১ (সদর) আসনের সরকারদলীয় সাংসদ, হুইপ আতিউর রহমান আতিক কুলুরচর-বেপারিপাড়া এলাকায় একটি স্থায়ী আশ্রয় কেন্দ্র নির্মাণে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
×