ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর খুনীদের বিচার করতে হবে ॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত: ০১:৪০, ২০ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুর খুনীদের বিচার করতে হবে ॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ.ক.ম. মোজাম্মেল হক এম.পি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আত্মস্বীকৃত খুনী ছাড়াও পর্দার অন্তরালে থাকা নেপথ্য ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনতে হবে। রবিবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সম্মেলন কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, ৭ই মার্চের ১৮ মিনিটের বক্তৃতা ছিল স্বাধীনতার সুষ্পষ্ট নির্দেশনা ও মহান মুক্তিযুদ্ধের প্রেরণা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন। মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে এতদিনে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশে পরিণত হতে পারতো। বঙ্গবন্ধুর কন্যা সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সে লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে মূল ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান। তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ আবুল কাসেম শিখদার-এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন গাজীপুর জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন ও রেজিস্ট্রার অধ্যাপক ড. আবুল হোসাইন আহমেদ ভুঁইয়া। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
×