ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা-বরিশালের স্পেশাল সার্ভিস ৪০ নৌযান

প্রকাশিত: ০১:০৪, ২০ আগস্ট ২০১৭

ঢাকা-বরিশালের স্পেশাল সার্ভিস ৪০ নৌযান

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পবিত্র ঈদ-উল আযহাকে (কুরবানী) সামনে রেখে নৌপথে দক্ষিণাঞ্চলের ঘরমুখো যাত্রীদের জন্য বেসরকারী নৌযানের বিশেষ সার্ভিস আগামী ২৭ আগস্ট ও রাষ্ট্রীয় নৌযানের বিশেষ সার্ভিস ২৯ আগস্ট থেকে শুরু হবে। সেলক্ষ্যে ঢাকা-বরিশাল রুটের বিলাসবহুল লঞ্চ কোম্পানিগুলো গত ১৫ আগস্ট থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান সংস্থার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ঈদের বিশেষ সার্ভিস শুরু ও শেষ হওয়ার বিষয়ে শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকায় অভ্যন্তরীণ নৌযান পরিবহন সংস্থা। তিনি আরও বলেন, বর্তমানে ঢাকা-বরিশাল রুটে ২২টি লঞ্চ রয়েছে। বিশেষ সার্ভিস চলাকালে ঈদের আগে ঢাকা থেকে কমপক্ষে ১৫ থেকে ২০টি এবং সমসংখ্যক লঞ্চ ঈদের পরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রী পরিবহন করবে। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের অপর ২৭ রুটেও বিশেষ সার্ভিস চলাকালে নিয়মিত লঞ্চের চেয়ে দ্বিগুণ লঞ্চ চলাচল করবে। সূত্রমতে, ঢাকা-বরিশাল রুটের অন্যতম বিলাসবহুল লঞ্চ সুন্দরবন এবং সুরভী কোম্পানি গত সপ্তাহে যাত্রীদের কাছ থেকে কেবিনের চাহিদাপত্র গ্রহণ করে মঙ্গলবার থেকে তারা প্রথম শ্রেণির (কেবিন) যাত্রীদের মাঝে অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে। লঞ্চ মালিক ও কর্মকর্তারা জানান, ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের মোট ২৮ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। সবগুলো রুটের লঞ্চ কোম্পানি নিজ নিজ সুবিধা অনুযায়ী চলতি সপ্তাহের মধ্যে প্রথম শ্রেণির যাত্রীদের জন্য অগ্রিম টিকেট বিক্রি শেষ করবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ বলেন, এ সংস্থার বিশেষ সার্ভিস শুরু হবে আগামী ২৯ আগস্ট। গত সপ্তাহে ঢাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংস্থার মোট ছয়টি জাহাজের সবগুলো সার্ভিসে রয়েছে।
×