ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশে বন্যা হলেও মাগুরায় সেচ পানি দিয়ে ধান লাগাচ্ছে কৃষক

প্রকাশিত: ০১:০৩, ২০ আগস্ট ২০১৭

দেশে বন্যা হলেও মাগুরায় সেচ পানি দিয়ে ধান লাগাচ্ছে কৃষক

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ দেশে বন্যা হলেও মাগুরা এর ব্যাতিক্রম । জমিতে পানি সেচ দিয়ে রোপা আমন ধানের চারা রোপন করছে কৃষক । ফলে কৃষককে অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে। জানাগেছে, দেশের বিভিন্ন এলাকায় বন্যার পানিতে ফসল ডুবে গেলেও মাগুরায় এর ব্যাতিক্রম। জেলায় কৃষককে পানি সেচ দিয়ে রোপা আমন ধানের চারা রোপন করতে হচ্ছে । ফলে কৃষককে অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে । কৃষকরা জানান, রোপা আমন চারা রোপের সময় প্রায় শেষ। ধানের চারা রোপনের মতো পর্যাপ্ত পানি জমিতে জমে নাই । সেজন্য পানি সেচের মেশিনের সাহয্যে পানি তুলে জমিতে রোপা আমন ধানের চারা রোপন করতে হচ্ছে । জেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকরা মাঠে ধানের চারা রোপনের ব্যস্ত সময় পার করছে। তারা জানান, যে বৃষ্টি হচ্ছে তাতে ধান রোপনের মতো পানি জমতে জমছেনা ফলে তাদের বাধ্য হয়েই জমিতে পানি সেচ দিতে হচ্ছে । এবছর জেলায় ৪২ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হযেছে।
×