ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাড়তি দরে ১১ কোটি ৩০ লাখ শেয়ার বাইব্যাক ইনফোসিসের

প্রকাশিত: ২৩:৩৪, ২০ আগস্ট ২০১৭

বাড়তি দরে ১১ কোটি ৩০ লাখ শেয়ার বাইব্যাক ইনফোসিসের

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশাল সিক্কার পদত্যাগের জেরে গত শুক্রবারই ধাক্কা খেয়েছে ভারতের প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিস। একদিনেই শেয়ারের দর ১৩ শতাংশ পর্যন্ত কমে নেমে আসে ৮৮৪ রুপিতে। এবার বাজার থেকে এই শেয়ার কিনে ফেরানোর উদ্যোগে সায় দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালন পর্ষদ। শনিবার স্টক এক্সচেঞ্জকে কোম্পানিটি জানিয়েছে, শেয়ারহোল্ডারদের মুনাফার সুযোগ দিতে শেয়ার প্রতি ১ হাজার ১৫০ রুপি দরে মোট ১১ কোটি ৩০ লাখ শেয়ার বাজার থেকে কিনবে তারা। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময়ে শেয়ারের যা দর ছিল (৯২৩.১০ রুপি), তার তুলনায় প্রায় ২৫% বেশি। কোম্পানিটির তথ্য অনুযায়ী, এ সিদ্ধান্ত আগেই ছিল। কিন্তু গত শুক্রবারের বিপর্যয়ের পর তা পোক্ত করা হল। স্টক এক্সচেঞ্জকে চূড়ান্ত কথা জানিয়ে দেওয়া হল। সবাইকে চমকে দিয়ে হঠাৎ পদত্যাগ করেছেন বিজনেস পরামর্শক, তথ্য প্রযুক্তি ও আউটসোর্সিং সেবাদাতা ইনফোসিসের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল সিক্কা। আর তার জেরেই নড়বড়ে হয়ে পড়েছে কোম্পানিটির বর্তমান অবস্থা। সফটওয়্যার রপ্তানিতে ভারতে কোম্পানিটির অবস্থান দ্বিতীয়। শুক্রবার সিক্কার তরফ থেকে এ ধরনের সিদ্ধান্ত আসার পর কোম্পানিটির শেয়ারদর ব্যাপকহারে পড়তে থাকে। এর প্রভাবে একদিনেই বিনিয়োগকারীদের গচ্চা দিতে হয়েছে ৩০ হাজার কোটি রুপি। তথ্যপ্রযুক্তি শিল্প বিশেষজ্ঞরা বলছেন, এতে গোটা ভারতীয় তথ্যপ্রযুক্তি শিল্পেরই ‘সাড়ে সর্বনাশে’র দিন ঘনিয়ে আসার শঙ্কা তৈরি হয়েছে। ২০২০ সাল পর্যন্ত দেশের তথ্য প্রযুক্তি শিল্পে ফি বছর ২ লাখ কর্মী ছাঁটাই হতে পারে। সফটওয়্যার রপ্তানি করে ভারত যখন জিডিপি আরও শক্তিশালী করার স্বপ্ন বুনছে, ঠিক তখনই এ খাতে এ ধরনের উতাল-পাতাল শুরু হল। এতে জিডিপি প্রবৃদ্ধির আশাও অনেকটা হোঁচট খাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মাধ্যমে একজন এমডি ও সিইও কোনো কোম্পানিতে যে কত শক্তিশালী ভুমিকা পালন করে থাকেন তা বুঝিয়ে দিলেন সিক্কাই। তার একদিনের সিদ্ধান্তে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইনফোসিস। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন কর্ণধার এন আর নারায়ণমূর্তি পরিবারের হাতে রয়েছে ইনফোসিসের ৩.৪ শতাংশ শেয়ার। সিক্কার বিদায়ে শুক্রবার শুধু এই পরিবারের খোয়া গেছে ১ হাজার কোটি রুপি। ইনফোসিসের হাল ধরতে ২০১৪-এর জুনে সিক্কাকে এনেছিলেন নারায়ণমূর্তিরাই। ৩ বছর পর তাকে পদত্যাগ করতে হল। টাটাদের সঙ্গে তেতো লড়াইয়ে সম্প্রতি একই অবস্থা হয়েছে সাইরাস মিস্ত্রির। বিশাল সিক্কার দাবি, তাকে ঘিরে ক্ষোভ তৈরি হয়েছে পর্ষদের অন্দরেই। নারায়ণমূর্তিদের কাছে টানা অভিযোগ ও নানা প্রশ্নের উত্তর দিয়ে ক্লান্ত তিনি। আর সে কারণে এ সরে যাওয়া।
×