ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৪৫ লাখ টাকার হীরা ফেরত দিল কিশোর

প্রকাশিত: ১৯:২০, ২০ আগস্ট ২০১৭

৪৫ লাখ টাকার হীরা ফেরত দিল কিশোর

অনলাইন ডেস্ক ॥ কুড়িয়ে পাওয়া ৪৫ লাখ টাকার হীরা সুরাটের ডায়মন্ড অ্যাসোসিয়েশনের হাতে তুলে দিলেন ১৫ বছরের কিশোর। এ ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে। এ ঘটনার পর কিশোর বিশাল উপাধ্যায় ও তার বাবা স্থানীয় নিরাপত্তারক্ষী ফুলচাঁদকে সংবর্ধনা দিয়েছে সুরাট ডায়মন্ড অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, ১ বছরের জন্য বিশালের পড়াশোনার খরচ দেবে তারা। জানা গেছে, ওই হীরা গত রবিবার হারিয়ে ফেলেন স্থানীয় হীরা ব্যবসায়ী মনসুখভাই সাভালিয়া। সেফ ডিপোজিট ভল্ট থেকে কয়েকটি হীরার প্যাকেট নিয়ে বেরিয়ে আসেন তিনি। তখনই ৪৫ লাখ টাকা মূল্যের একটি প্যাকেট তাঁর পকেট থেকে পড়ে যায়। পরে ক্রিকেট খেলতে খেলতে বিশাল সেখানে চলে যায়, দেখতে পায় প্যাকেটটি। কাউকে কিছু না বলে তা নিয়ে বাড়ি চলে আসে। এর মধ্যে মনসুখভাই তার হারানো হীরার খোঁজ পাওয়ার যত দূর সম্ভব চেষ্টা করেন। কিন্তু সেফ ডিপোজিট ভল্ট বন্ধ থাকায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখতে পাননি তিনি। তবে বুধবার বিশালের বাবা ওই হীরা তুলে দেন ডায়মন্ড অ্যাসোসিয়েশনের হাতে।
×