ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৌদি জোট জাতিসঙ্ঘের কালো তালিকায়!

প্রকাশিত: ১৮:২৩, ২০ আগস্ট ২০১৭

সৌদি জোট জাতিসঙ্ঘের কালো তালিকায়!

অনলাইন ডেস্ক ॥ ইয়েমেনে যুদ্ধে শিশু হতাহতের জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের হামলাকে দায়ী করেছে জাতিসঙ্ঘ। এ জন্য এই জোটকে শিশু অধিকারবিষয়ক কালো তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে আন্তর্জাতিক সংস্থাটি। সম্প্রতি জাতিসঙ্ঘের এক খসড়া প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। জাতিসঙ্ঘের ওই খসড়া প্রতিবেদনে দেখা গেছে, গত বছর ইয়েমেনে অধিকহারে শিশুদের হতাহত হওয়ার জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটকে দায়ী করা হয়েছে। জাতিসঙ্ঘের শিশু ও যুদ্ধবিষয়ক পর্যালোচনায় বলা হয়েছে, দেশটিতে এক হাজার ৩৪০টি শিশু হতাহতের ঘটনা ঘটেছে। যার মধ্যে অর্ধেকের বেশি সৌদি নেতৃত্বাধীন জোটের দ্বারা পরিচালিত হয়েছে। বাকি ঘটনাগুলোর জন্য দায়ী হাউছি বিদ্রোহী, আলকায়েদা ও আইএস। জাতিসঙ্ঘের প্রতিবেদন থেকে জানা গেছে, ৩৮টি বিদ্যালয় ও ৫২টি হাসপাতালের ওপর চালানো বিমান আক্রমণের তিন-চতুর্থাংশের জন্য দায়ী সৌদি নেতৃত্বাধীন জোট। জাতিসঙ্ঘের হিউম্যান রাইটস ওয়াচের উপপরিচালক অক্ষয় কুমার বলেন, এখন খসড়ায় সৌদি আরবের নাম রয়েছে। আশা করছি, চূড়ান্ত তালিকায়ও এ নামগুলো থাকবে। এ দিকে বুধবার ফরেন পলিসি ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, শিশু ও সশস্ত্র সঙ্ঘাতবিষয়ক জাতিসঙ্ঘের নতুন বিশেষ প্রতিনিধি ভার্জিনিয়া গাম্বা শিশু হত্যা ও নিপীড়নকারী দেশের তালিকায় সৌদি নেতৃত্বাধীন জোটের নাম যুক্ত করার সুপারিশ করেছেন। সূত্র- আল জাজিরা
×