ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এরদোয়ানের সমালোচনাকারী লেখক গ্রেফতার

প্রকাশিত: ১৮:০৭, ২০ আগস্ট ২০১৭

এরদোয়ানের সমালোচনাকারী লেখক গ্রেফতার

অনলাইন ডেস্ক ॥ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচনাকারী হিসেবে পরিচিতি তুর্কি-জার্মান লেখক দোয়ান আখানি (৬০) স্পেনে আটক হয়েছেন। তুরস্কের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশদ লেখালেখি করা আখানিকে তুর্কি কর্তৃপক্ষের অনুরোধে স্পেনের গ্রানাডা থেকে আটক করে স্থানীয় প্রশাসন। খবর- বিবিসির। তবে কোন অভিযোগের ভিত্তিতে আখানিকে গ্রানাডা থেকে আটক করা হয়েছে তা স্পষ্ট নয়। জার্মানির গ্রিন পার্টির পার্লামেন্ট সদস্য ভলকার বেক এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি আখানিকে তুরস্কের কাছে হস্তান্তর না করতেও অনুরোধ করেছেন। ২০০৭ সালে তুর্কি-আর্মেনিয় সাংবাদিক হ্রান্ট ডিক হত্যাকাণ্ড এবং ১৯১৫ সালের তুর্কি অটোম্যান সাম্রাজ্যের হাতে আর্মেনিয়দের হত্যা নিয়ে লিখেছেন আখানি। গত বছর আর্মেনিয়দের ওই হত্যার ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে জার্মান পার্লামেন্ট। ২০১৬ সালের জুলাইতে এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করতে ক্যু করে ব্যর্থ হয় দেশটির সেনাবাহিনী। পরবর্তীতে হাজারো সেনা ও সরকারি কমকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত ও গ্রেফতার করে তুর্কি সরকার। এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের গ্রেফতার করা হয়।
×