ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রায় নিয়ে দেনদরবার আদালত অবমাননার শামিল ॥ গয়েশ্বর

প্রকাশিত: ০১:২৮, ১৯ আগস্ট ২০১৭

রায় নিয়ে দেনদরবার আদালত অবমাননার শামিল ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বিচারপতির সঙ্গে আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাাদকের দেনদরবার আদালত অবমাননার শামিল বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার দুপুরে রাজধানীর ফটোজার্নালিস্টএ্যাসোসিয়েশন মিলনায়তনে জাগপা ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে উদ্দেশ করে গয়েশ্বর বলেন, আপনার অপ্রাসঙ্গিক বক্তব্য যদি ষোড়শ সংশোধনীর রায়কে বাধাগ্রস্থ করে তাহলে সব পরিণতির জন্য আপনাকে দায় নিতে হবে। আপনার কাছ থেকে আওয়ামী লীগ নেতাদের মতো বক্তব্য জনগণ আশা করে না। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, জনগণকে দুঃশাসনের হাত থেকে রক্ষা করতে আপনার নির্দেশনা প্রয়োজন। দয়া করে গ্রীষ্ম, বর্ষা বা শীত দেখার দরকার নেই। গণতন্ত্র রক্ষায় আন্দোলনের কর্মসূচি দিন। তাহলেই জনগণ তাদের হারানো গণতন্ত্র ফিরে পাবে। ঢাকা মহানগর জাগপা সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফিরোজের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাগপার সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, সহ-সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান প্রমুখ।
×