ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কমতে শুরু করেছে যমুনার পানি, বিপদ কাটেনি

প্রকাশিত: ১৮:৫৫, ১৯ আগস্ট ২০১৭

কমতে শুরু করেছে যমুনার পানি, বিপদ কাটেনি

অনলাইন ডেস্ক ॥ যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ২০ সেন্টিমিটার কমে আজ বিপদসীমার ১১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যাকবলিত রয়েছে জেলার তিন লাখ মানুষ। ঝুকিপূর্ণ রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো। বাঁধের বিভিন্ন স্থানে পানি চুয়ে বের হওয়ায় বাঁধ ভাঙ্গা আতঙ্কে বিরাজ করছে জেলাবাসীর মধ্যে। তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমান আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, যমুনা নদীতে পানি কমতে শুরু করেছে। বাঁধে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সর্বক্ষনিক মনিটরিং করার পাশাপাশি বাঁধের নিরাপত্তায় পুলিশ ও আনসার নিয়োগ করা হয়েছে। পানিবন্দি অধিকাংশ মানুষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, উঁচু জায়গা ও আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। নিরাপদ খাবার পানি, পয়নিস্কাশন ব্যবস্থা, রান্না করাসহ গবাদি পশু নিয়ে চরম বিপাকে রয়েছেন।
×