ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়াসার কাজে খুলনা এখন খানা-খন্দের নগরী

প্রকাশিত: ০৬:৪১, ১৯ আগস্ট ২০১৭

ওয়াসার কাজে খুলনা এখন খানা-খন্দের নগরী

স্টাফ রিপোর্টার ॥ খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের পানির পাইপ ও স্যুয়ারেজ লাইন বসানোর কাজের জন্য খানা-খন্দে ভরে গেছে প্রায় খুলনার প্রতিটি সড়ক। বর্ষা মৌসুম হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ক্ষতবিক্ষত এসব সড়ক দিয়ে যানবাহনের পাশাপাশি যাতায়াতকারী পথচারীদেরও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। দিনে-রাতে লেগে থাকা ভয়াবহ যানজটের কারণে মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে সড়কেই। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে লাগছে দুই ঘণ্টার মতো। খুলনা ওয়াসার পাইপলাইন বসানোর জন্য খোঁড়াখুঁড়ির দুর্ভোগ শেষ হবে ২০১৮ সালের জুন মাসে। ইতোমধ্যে পানি সরবরাহের এ প্রকল্পের ৬৭ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন খুলনা পানি সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালক কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, বড় প্রকল্পের কাজ বলে একটু সময় লাগছে। কাজ চলাকালীন সময়ে মানুষের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। দুর্ভোগ লাঘবের জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। আশা করছি ২০১৮ সালের জুনে কাজ শেষ হবে। ওয়াসা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ডিসেম্বরে মহানগরীতে পানির পাইপ ও স্যুয়ারেজ লাইন বসানোর কাজ শুরু করে ওয়াসা। মহানগরীতে সুপেয় পানির শতভাগ চাহিদা মেটাতে ‘ডিস্ট্রিবিউশন পাইপ নেটওয়ার্ক’ প্রকল্পটির কাজ চলছে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৫৮ কোটি ৩৩ লাখ ৭২ হাজার টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার ৭৫০ কোটি ৪২ লাখ ৯৮ হাজার টাকা, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫২৩ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ১ হাজার ২৮৪ কোটি ১২ লাখ ৭৮ লাখ টাকা অর্থায়ন করছে। এডিবির অর্থায়নে ৩টি ইন্টারন্যাশনাল কন্ট্রাক বিডি-আইসিবি প্যাকেজ ও ২টি ন্যাশনাল কন্ট্রাক বিডি-এনসিবি প্যাকেজ ৭টি ডিস্ট্রিবিউশন রিজার্ভার এবং ১০টি ওভারহেড ট্যাংক নির্মাণের মাঠ পর্যায়ের কাজ চলছে। ২০১৮ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হবে। বাস্তবায়ন হলে নগরীতে প্রতিদিন ১১০ লাখ লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। খুলনা সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, মহানগরীতে সড়কের সংখ্যা এক হাজার ২১৫টি। এর মোট দৈর্ঘ্য ৬৪০ কিলোমিটার। এর মধ্যে প্রধান সড়ক রয়েছে প্রায় আড়াই শতাধিক। এর দৈর্ঘ্য ২০০ কিলোমিটারের মতো। এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় সড়ক ও জনপথ বিভাগের একাধিক সড়ক রয়েছে। এর প্রতিটি সড়ক কেটে ওয়াসা কাজ করছে। বৃষ্টি হলেই সড়কগুলোর বেশির ভাগেই গর্ত তৈরি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। নগরবাসীর দাবি করছেন ওয়াসার কাজের কারণে খুলনার সড়কগুলোর এই বেহাল দশা। নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা জেলার সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব বলেন, দীর্ঘদিন ধরে মহানগরীর সড়কে ওয়াসার পাইপ লাইন স্থাপনের কাজ চলছে। কাজ করা সড়কে সংস্কার না করার ফলে নগরবাসী চরম ভোগান্তিতে রয়েছেন। চলতি বর্ষা মৌসুমে নগরীর এমন কোন রাস্তা নেই, যেখানে খানাখন্দ সৃষ্টি হয়নি। ইটখোয়া সরে গিয়ে সড়কগুলোতে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এসব সড়কে চলতে গিয়ে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি জানান, মহানগরীর রয়্যাল মোড়, খান জাহান আলী রোড, ময়লাপোতা, শামসুর রহমান সড়ক, ফারাজীপাড়া, মজিদ সরণি, সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল, মুজগুন্নী সড়ক, খালিশপুর হাউসিং এলাকা, নিরালা ও সোনাডাঙ্গা আবাসিক এলাকা, মহেশ্বর পাশা পশ্চিম পাড়া থেকে শুরু করে রেলিগেট পর্যন্ত, কল্পতরু মার্কেট এলাকার সড়ক বেশি খারাপ।
×