ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ষোড়শ সংশোধনীতে জিয়াকে অবৈধ দখলদার বললেও বিএনপি কথা বলছে না॥ কাদের

প্রকাশিত: ০৫:০৬, ১৯ আগস্ট ২০১৭

ষোড়শ সংশোধনীতে জিয়াকে অবৈধ দখলদার বললেও বিএনপি কথা বলছে না॥ কাদের

জনকণ্ঠ ডেস্ক ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার বন্যার্ত মানুষের পাশে পুনর্বাসন পর্যন্ত থাকবে। কোন ত্রাণ সঙ্কট নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি নেতারা বন্যা নিয়ে ঘোলা পানিতে রাজনীতি করার পাঁয়তারা করছে। অথচ সম্প্রতি প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনীর রায়ে জেনারেল জিয়াউর রহমানকে অবৈধ দখলদার বললেও বিএনপি নেতারা এ ব্যাপারে কোন কথা বলছেন না। তিনি আরও বলেন, খালেদা জিয়ার রাজনীতি এখন লন্ডনের টেমস্ নদীর পাড়ে ভ্যানিটি ব্যাগে। বাংলাদেশে এখন আর তাদের কোন রাজনীতি নেই। ঈদের আগে আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন খালেদা জিয়া। আন্দোলনের নামে ৮ বছর চলে গেছে, তাদের আন্দোলনের মরা ঘাটে আর জোয়ার আসে না। ফখরুল তাই বসে বসে কান্নাকাটি আর প্রেসব্রিফিং করছেন। তারা এখন ‘বাংলাদেশ নালিশ পার্টি’তে পরিণত হয়েছে। মন্ত্রী শুক্রবার উত্তরাঞ্চলের বন্যাকবলিত নীলফামারী ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন। শুক্রবার সকালে সাড়ে ১০টায় উত্তরাঞ্চলে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এসে নীলফামারীর সৈয়দপুর শহরের স্টেডিয়ামের কুন্দল এলাকায় ত্রাণ বিতরণকালে মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। খবর স্টাফ রিপোর্টার ও সংবাদদাতার। বন্যার্তদের জন্য ত্রাণের অভাব নেই উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, কোন মানুষ ত্রাণের অভাবে পড়বে না। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী বানভাসীদের পাশে অবস্থান করছেন। ত্রাণ দিচ্ছেন খোঁজখবর নিচ্ছেন। ‘সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে ওবায়দুল কাদের বলেন, সুপ্রীমকোর্টের যে রায় দিয়েছে এ রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা নেতা জেনারেল জিয়াউর রহমানের অবৈধভাবে ক্ষমতা দখল এবং উড়ে এসে জুড়ে বসা, ব্যানানা রিপাবলিক বানানো বিষয়ে উল্লেখ রয়েছে। জেনারেল জিয়াউর রহমানের এই অবৈধ ক্ষমতা দখলের রায় সম্পর্কে বিএনপি আজ পর্যন্ত কোন মন্তব্য করেননি। এর অর্থ বিএনপির অবৈধ ক্ষমতা দখলের সুপ্রীমকোর্টের রায়কে মেনে নিয়েছেন। ত্রাণ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগ করেছেন সেটি ভিত্তিহীন ও মিথ্যা। বিএনপির কোন নেতা নেত্রী হাওরাঞ্চল, উপকূল এমনকি উত্তরাঞ্চলেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়নি বরং পাহাড়ে গিয়ে নাটক করে এসেছে। দিনাজপুর ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়ার রাজনীতি এখন লন্ডনের টেমস্ নদীর পাড়ে ভ্যানিটি ব্যাগে। বাংলাদেশে তাদের কোন রাজনীতি নেই। ঈদের আগে আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন খালেদা জিয়া। আন্দোলনের নামে ৮ বছর চলে গেছে, তাদের আন্দোলনের মরা ঘাটে আর জোয়ার আসে না। ত্রাণমন্ত্রী ॥ শুক্রবার সকালে দিনাজপুরের খানসামা উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণমন্ত্রী বীর বিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি। তিনি বলেন, সারা পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের কারণে, আগাম বৃষ্টি, পাহাড়ী ঢল, অতিবৃষ্টি হচ্ছে। আমাদের দেশ ভাটির দেশ। তাই উজানের পানি এ দেশের ওপর দিয়ে বয়ে যায়। আমরা বন্যার কবলে পড়ি। আল্লাহর রহমতে আপনারা সাহসের সাথে বন্যা পরিস্থিতি মোকাবেলা করে জয় করেছেন। আমি শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই। ত্রাণমন্ত্রী শুক্রবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে খানসামা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে তিনি বন্যাদুর্গত ইউনিয়ন আঙ্গারপাড়া, খামারপাড়া ও আলোকঝাড়িতে ত্রাণ বিতরণ করেন এবং সকল দল মতের নেতাকর্মীদের দুর্যোগপূর্ণ মানুষের পাশে দাঁড়ানো আহ্বান জানান।
×