ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ষড়যন্ত্র আর নাতিদের নিয়ে মার্কেটিং করছেন খালেদা: মায়া

প্রকাশিত: ০৩:৫৮, ১৮ আগস্ট ২০১৭

ষড়যন্ত্র আর নাতিদের নিয়ে মার্কেটিং করছেন খালেদা: মায়া

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ দেশের বন্যায় কোন ত্রাণ সংকট নেই উল্লেখ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশের মানুষ যখন বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে তখন বিএনপি’র নেত্রী লন্ডনে বসে দেশের বিরুদ্ধে যড়যন্ত্র আর নাতিদের নিয়ে মার্কেটিং করে বেড়াচ্ছেন। আওয়ামীলীগ সরকার বন্যা চলাকালীন ও পুনর্বাসন পর্যন্ত বন্যার্ত মানুষের পাশে ছিল এবং থাকবে। মন্ত্রী শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে শহরের শিল্পকলা একাডেমী এলাকায় ত্রাণ বিতরন কালে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের ইয়াসিন আলী এমপি, সংরক্ষতি আসনের এমপি সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. মকবুল হোসেন বাবু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী প্রমূখ। মানুষের খাদ্যের ব্যবস্থা নেই বলে মির্জা ফখরুল যে কথা বলেছেন তা সঠিক নয় উল্লেখ্য করে মন্ত্রী বলেন, মির্জা ফখরুল বন্যায় কয় বস্তা চাল বিতরণ করেছেন? শুধু ঢাকায় বসে ফাঁকা আওয়াজ দেন? মির্জা ফখরুল হঠাৎ ঠাকুরগাঁওয়ে বেড়াতে এসে বন্যা পেয়ে বক্তব্যে বলেছেন, আওয়ামীলীগ নির্বাচন নিয়ে ব্যস্ত। সামনে নির্বাচন, ব্যস্ততো থাকবো না তো কি করবো, ভোট না হলে মানুষের সেবা করবো কিভাবে। বিএনপি যে ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত সেটা তো বলেন না। তিনি আরো বলেন, খালেদা জিয়া বন্যার সময় দেশের মানুষের পাশে না থেকে লন্ডনে বসে মা, ছেলে মিলে ষড়যন্ত্র আর কেনাকাটা নিয়ে ব্যস্ত। কিভাবে একটি গণতান্ত্রিক সরকারকে সরিয়ে ক্ষমতায় আসা যায় সেই নিয়ে ষড়যন্ত্র করতে ব্যস্ত সময় পার করছেন তারা। লন্ডনে নাতী, ছেলে নিয়ে ঘুরে লিপিষ্টিক কিনছেন। কেন বন্যায় মানুষের বিপদের সময় তো দেশে এলেন না। মন্ত্রী বন্যা কবলিত মানুষের কষ্ট দূর না হওয়া পযর্ন্ত প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন উল্লেখ বরে বলেন, খাদ্য, টাকা কোন কিছুরই অভাব নাই। চাইবেন ১শ’ পাবেন ১শ’ ১০ টাকা। শেখ হাসিনার সরকার বার বার দরকার। এসময় তিনি আগামী নির্বাচনী নৌকা মার্কাকে জয়ী করার আহবান জানান। মন্ত্রী আরো বলেন, বিএনপি নেতারা বন্যা নিয়ে ঘোলা পানিতে রাজনীতি করার পায়তারা করছে। বন্যায় যারা ক্ষতিগ্রস্থ্য হয়ে ঘর-বাড়ি হারিয়েছেন তাদের এখন ও ভবিষতেও সহযোগিতা করা হবে। আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে দাঁড়ায়-তাদের সার্হায্য করে। আর এটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। সরকারের হাতে প্রচুর খাদ্য মজুদ রয়েছে। তা বিতরণেরও সক্ষমতা রয়েছে। কাজেই ত্রাণ নিয়ে কোনও প্রকার ঘাটতি অথবা গাফেলতি হবে না। তবে কোথাও কোনও অনিয়ম হলে তা সহ্য করা হবে না। পরে মন্ত্রী বন্যা দূর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ শেষে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।
×