ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১৫ আগষ্টের হত্যাকান্ডে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্য বোধকেই হত্যা করা হয়েছে ॥ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০৩:১৮, ১৮ আগস্ট ২০১৭

১৫ আগষ্টের হত্যাকান্ডে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্য বোধকেই হত্যা করা হয়েছে ॥ শিল্পমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা, ঝালকাঠি ॥ শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি বলেছেন ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর হত্যা শুধু একজন ব্যাক্তি বা একাটি পরিবারের হত্যাকান্ডই নয়। এই হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র জাতীয়তাবাদ উন্নয়ন, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্য বোধকেই হত্যা করা হয়েছে। এখন আমাদের দেশের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তাকে সুরক্ষা করতে হতে এবং এই সপথ নিয়েই আগামী দিনের পথ চলতে হবে। ১৫ আগষ্ট বঙ্গবন্ধু হত্যার পরে জিয়া দেশে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছিল এবং খালেদা জিয়া ক্ষমতায় এসে বাংলা ভাই সৃষ্টি করে জঙ্গীবাদের ভিত্তি তৈরী করেছিল। অথচ এখন তারা গণতন্ত্রের রামাবলি পরে গণতন্ত্রের নামে মায়াকান্না শুরু করেছে। তিনি জেলা আওয়ামী লীগ আয়োজিত শুক্রবার বিকেল ৫ টায় সাধনার মোড়ে বিশাল শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহ আলমের সভাপতিত্বে শোক সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান হোসেন খান ও মোবারক হোসেন মল্লিক, শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, আওয়ামী লীগ নেতা মাহাবুব হোসেন ও ইঞ্জিঃ মোস্তাফিজুর রহমানসহ জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
×