ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পটিয়ায় অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ০২:২৮, ১৮ আগস্ট ২০১৭

পটিয়ায় অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি

নিজস্ব সংবাদদাতা,পটিয়া, চট্টগ্রাম ॥ পটিয়া পৌর সদরের ১নং ওয়ার্ডের কাগজী পাড়ায় অগ্নিকান্ডে ১৫ বসত ঘর পুড়ে ছাই হয়েছে। এতে নগদ অর্থ, আসবাবপত্রসহ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। শুক্রবার বিকেল ৫টায় এই ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌর সদরের ১নং ওয়ার্ডের উত্তর পাড়ায় হঠাৎ আগুনে ওই এলাকার গুইন্ন্যা মিযা, খুইল্ল্যা মিয়া, মাহমুদ হোসেন, আহমদ হোসেন, লেদু মিস্ত্রী, আবদুর রহমান, আবদুল খালেক, দিদার হোসেন, মো. হারুন, ফয়েজ আহমদ, গিয়াস উদ্দিন, মো. সাদ্দাম, মো.বাদশা, জমিরসহ ১৫ পরিবারের বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে যান। তবে মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে ফায়ার সার্ভিস আগুন নেভাতে পারেনি। দ্বিতীয় বার আধা ঘন্টা পর আরেকটি মেশিন এনে পুনরায় আগুন নেভানোর চেষ্টা করে। তার মধ্যেই ওই এলাকার ঘনবসতি ১৫টি ঘর পুড়ে যায়। পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের মেশিনের কারণে দ্রুত আগুন নেভাতে পারেনি। ফলে প্রায় ১৫টি ঘরে আগুনে এই ক্ষয়ক্ষতি হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি হচ্ছে বলে জানান।
×