ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টিএসসিতে ছাত্রলীগের আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০২:২৭, ১৮ আগস্ট ২০১৭

টিএসসিতে ছাত্রলীগের আলোকচিত্র প্রদর্শনী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বারান্দায় আলোকচিত্র প্রদর্শনী করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার তিনদিন ব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ প্রদর্শনী চলবে আগামী রবিবার সন্ধ্যা পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, সহ-সভপতি মশিউর রহমান শরিফ, আস‍াদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, নওশাদ সুজন, প্রচার সম্পাদক সাইফ উদ্দিন বাবু, দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরান খান, পরিবেশ বিষয়ক সম্পাদক এবিএম হাবিবুল্লাহ বিপ্লব, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, গন যোগাযোগ বিষয়ক সম্পাদক ফরহাদুজ্জাম‍ান মনির, ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্সসহ প্রমুখ। সাইফুর রহমান সোহাগ বলেন, ১৫ আগস্টে বাংলার ইতিহাসে যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল তা মানুষের সামনে তুলে ধরতেই এ প্রদর্শনী। ছবি দেখে বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধু পরিবার সম্পর্কে জানতে পারবে। নতুন প্রজন্মের সামনে সঠিক ইতিহাস তুলে ধরলে তারা বঙ্গবন্ধুর জীবনাদর্শ থেকে শিক্ষা নিবে সেটা আমাদের বিশ্বাস। এ জন্যই বঙ্গবন্ধু ও তার পরিবারের দুর্লভ কিছু আলোকচিত্র দিয়ে এ প্রদর্শনী সাজানো হয়েছে। এস এম জাকির হোসাইন বলেন, বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কে অবগত করতেই এ প্রদর্শনীর আয়োজন। আলোকচিত্রের মাধ্যমে আমরা বঙ্গবন্ধু পরিবারের অবদানকে তুলে ধরার চেষ্টা করেছি। এই চিত্র দেখে বর্তমান প্রজন্ম উদ্বুদ্ধ হবে বলে আমরা মনে করি। আমরা যারা বঙ্গবন্ধুকে সামনে থেকে দেখিনি তাদের কাছে এ আলোকচিত্রগুলো অত্যন্ত মূল্যবান।
×