ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মেননের

প্রকাশিত: ০১:৫৮, ১৮ আগস্ট ২০১৭

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মেননের

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি দেশের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য পার্টির সকল ইউনিটের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাজধানীর তোপখানা রোডস্থ শহীদ আসাদ মিলনায়তনে পার্টির ঢাকা-৮ নির্বাচনী এলাকার পার্টি ইউনিটসমূহের এক যৌথসভায় এই আহ্বান জানিয়ে তিনি বলেন, পার্টির উত্তরাঞ্চলের জেলা ইউনিটসমূহ রংপুর, দিনাজপুর, গাইবান্ধায় ত্রাণ তৎপরতা শুরু করেছে। সেখানে পানি কিছুটা নামলেও পুনরায় পানি বাড়ার সম্ভাবনা এবং ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলসহ খোদ ঢাকাতেও এই বন্যার প্রকোপ ঘটার সম্ভাবনা রয়েছে। এ কারণে ঢাকার কর্মীদের বিশেষভাবে প্রস্তুত থাকতে হবে। তিনি পানি নামার সাথে সাথে কৃষি পুনর্বাসনের বিষয়ে বিশেষ গুরুত্বআরোপ করেন। ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরোর সদস্য কামরূল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য তপন দত্ত, কেন্দ্রীয় বিকল্প সদস্য মোস্তফা আলমগীর রতন, বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স, নারী মুক্তি সংসদের যুগ্ম সম্পাদক শিউলী শিকদার, গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার নাহার, মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায় প্রমুখ।
×