ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে বন্যা পরিস্থিতির অবনতি ॥ কাঠালবাড়ির ৩ ঘাট পানিতে নিমজ্জিত

প্রকাশিত: ০১:৫৩, ১৮ আগস্ট ২০১৭

মাদারীপুরে বন্যা পরিস্থিতির অবনতি ॥ কাঠালবাড়ির ৩ ঘাট পানিতে নিমজ্জিত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পদ্মায় অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সৃষ্ট তীব্র স্রোতে দেশের গুরুত্বপূর্ণ কাঠালবাড়ি-শিমুরিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্বক ব্যাহত হচ্ছে। পদ্মার পানি বৃদ্ধি পেয়ে কাঠালবাড়ি ঘাট এলাকায় বিপদসীমার ২৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে কাঠালবাড়ির ৪ ফেরি ঘাটের ৩ ঘাট পানিতে নিমজ্জিত হয়েছে। অপরদিকে পানির তোড়ে মাদারীপুরের শিবচরের পদ্মা বেষ্টিত জনবিচ্ছিন্ন চরাঞ্চলের কাঠালবাড়ি ও চরজানাজাত, মাদবরচর ও বন্দরখোলা এবং সন্নাসীরচর ইউনিয়নে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়াও পানি বন্দি হয়ে পড়েছে ৪০ হাজার মানুষ। ঘাট সূত্রে জানা গেছে, কাঠালবাড়ির ৪ ফেরিঘাটের মধ্যে ৩ ঘাটের কিছু অংশ পানিতে ডুবে গেছে। ঝুঁকি নিয়ে গাড়ি ফেরিতে ওঠা-নামা করছে। ফলে যাত্রীরা আতঙ্কগ্রস্থ হয়ে এ রুটে চলাচল করছে। স্রোতের গতিবেগ বেড়ে যাওয়ায় প্রতিটি ফেরিসহ নৌযান পারাপারে পৌণে এক ঘন্টা থেকে এক ঘন্টা বেশি সময় লাগছে। ফলে যানবাহন শ্রমিকসহ এরুটে চলাচলে যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যে কোন মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে ফেরি চলাচল। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহম্মেদ বলেন, ‘বর্তমানে পদ্মা নদীতে পানি বিপদসীমার ২৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তার কাজ চলছে।’
×