ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ত্রানমন্ত্রীর দিনাজপুর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন

প্রকাশিত: ০১:১৯, ১৮ আগস্ট ২০১৭

ত্রানমন্ত্রীর দিনাজপুর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শুক্রবার সকালে দিনাজপুরের খানসামা উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণমন্ত্রী বীর বিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি। তিনি বলেন, সারা পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের কারণে, আগাম বৃষ্টি, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি হচ্ছে। আমাদের দেশ ভাটির দেশ। তাই উজানের পানি এ দেশের ওপর দিয়ে বয়ে যায়। আমরা বন্যার কবলে পড়ি। আল্লাহর রহমতে আপনারা সাহসের সাথে বন্যা পরিস্থিতি মোকাবেলা করে জয় করেছেন। আমি শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই। ত্রাণমন্ত্রী শুক্রবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে খানসামা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে তিনি বন্যাদুর্গত ইউনিয়ন আঙ্গারপাড়া, খামারপাড়া ও আলোকঝাড়িতে ত্রাণ বিতরণ করেন এবং সকল দল মতের নেতাকর্মীদেরকে দুর্যোগপূর্ণ মানুষের পাশে দাঁড়ানো আহ্বান জানান। ত্রাণমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা এবং ডিজি ইলিয়াস আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ, নির্বাহী অফিসার মো. সাজেবুর রহমান, থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান, সহকারী কমিশনার (ভূমি) সোলেমান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ মো. আব্দুল জব্বার, সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন প্রমূখ উপস্থিত ছিলেন।
×