ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুঙ্গিপাড়া-চিতলমারী-বাগেরহাটের প্রধান সড়কটি মৃত্যুফাঁদ

প্রকাশিত: ০০:৫৬, ১৮ আগস্ট ২০১৭

টুঙ্গিপাড়া-চিতলমারী-বাগেরহাটের প্রধান সড়কটি মৃত্যুফাঁদ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ টুঙ্গিপাড়া-চিতলমারী-বাগেরহাটের ব্যস্ততম প্রধান সড়কটি এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। প্রতিদিন এ সড়ক দিয়ে রাজধানীগামী সবজি ও মাছ বোঝাই শত শত ট্রাক আটকে পড়ে থাকে। যানবাহন ও স্থানীয় মানুষের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। আসন্ন ঈদে ঘরে ফেরা মানুষের নির্বিঘেœ যাতায়েতের জন্য সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। চিতলমারী সদর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন শেখ, রাজু আহম্মেদ মুন্সি, সুজন শেখসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, বাগেরহাট জেলা সদর থেকে চিতলমারী হয়ে টুঙ্গিপাড়া যাতায়াতের সড়কটি প্রায় অধিকাংশ স্থানে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। এর মধ্যে চিতলমারী সদর বাজার সংলগ্ন স্থানে সড়কের অবস্থা খুবই নাজেহাল। এখানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত পণ্য বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে যাচ্ছে। ফলে দুর্ভোগের অন্ত নেই। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিছুর জামান মাসুদ বলেন, ‘সড়কটির জন্য বরাদ্দ হয়েছে, আগামী বছর শুরু করা হবে বলে আশা করছি।
×