ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চীন-ভারত যুদ্ধ নিয়ে জাপানের বার্তা

প্রকাশিত: ১৮:৩৫, ১৮ আগস্ট ২০১৭

চীন-ভারত যুদ্ধ নিয়ে জাপানের বার্তা

অনলাইন ডেস্ক ॥ ডোকালাম নিয়ে ভারত-চিন সমস্যা রয়েছেই, চিনের হুমকির প্রত্যুত্তর দিতে প্রস্তুত ভারত৷ একদিকে ভারতের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রশাসন৷ আর এরই পাশাপাশি এবার জাপানও এই বিষয়ে বক্তব্য পেশ করল৷ জাপানের রাষ্ট্রদূত কেঞ্জি হিরামৎসু জানান, ডোকালাম নিয়ে বিগত বেশ কিছু সপ্তাহ ধরে ভারত-চিন বিবাদ চলছেই৷ আর এই বিষয়ের ওপর যে জাপানের নজর রয়েছে৷ তবে তিনি এও জানিয়েছেন শান্তিপূর্ণ পদ্ধতিতেই এই বিবাদের নিষ্পত্তি করা উচিত৷ ভারতের বিদেশমন্ত্রকও যে সেই চেষ্টাই করছে৷ দুই দেশেরই শক্তি নয়, শান্তির পথে সমস্যা সমাধান করা প্রয়োজন বলেই মত তাঁর৷ প্রসঙ্গত, ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ স্পষ্ট জানিয়েছেন, সীমান্তে শান্তির মাধ্যমেই সম্পর্কের উন্নতি হতে পারে৷ এর আগে বুধবার চিন, ভারতকে বিনা শর্তে ডোকালাম থেকে সেনা সরিয়ে নেওয়ার জন্য ১৫পৃষ্ঠার বয়ান পেশ করে৷ চিনের বয়ান পেশ করার পরই ভারতের বিদেশমন্ত্রী নিজেদের জবাব জানিয়ে দিয়েছে৷ বিদেশমন্ত্রী প্রধানের বক্তব্য, চিনের সঙ্গে সম্পর্ক তখনই ঠিক হবে যখন দুই দেশ সীমান্তে শান্তি স্থাপনের পথে হাঁটবে৷ এদিকে, ডোকালামে চিনের সড়ক নির্মাণে দুশ্চিন্তা প্রকাশ করেছে ভারত৷ প্রসঙ্গত, ভারত এই এলাকাকে ডোকা লা বলে মনে করে৷ তবে ভুটান একে ডোকালামের বলে স্বীকৃতি দিয়েছে৷ আবার চিনের মতে এই এলাকা তাদেরই একটি অংশ৷ ভুটানের সঙ্গে ডোকালাম নিয়ে তাদের কোনও বোঝাপড়ায় তৃতীয় পক্ষ হিসেবে ভারতের ঢুকে পড়া অর্থহীন৷ ভারতকে তাই সেনা সরানোর হুমকি দিলেও, ভারত যে সেই পথে হাঁটেনি তা স্পষ্ট করে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে৷
×