ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

প্রকাশিত: ১৭:৫৭, ১৮ আগস্ট ২০১৭

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক ॥ ২০১৭ সালের বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। যথারীতি এবারও জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমার। এদের সঙ্গে ২৪ জনের তালিকায় আরও জায়গা করে নিয়েছেন লুইস সুয়ারেজ, গ্রিজম্যান ও বুফনও। শেষ মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলকও স্পর্শ করেন রোনালদো। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে সর্বোচ্চ ১২ গোল করেন এই তারকা। বার্সাকে গত মৌসুমে বড় কোন শিরোপা জেতাতে না পারলেও ব্যক্তিগতভাবে এবারও মৌসুমটা দারুণ কেটেছে মেসির। ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টিনা অধিনায়ক। পরিসংখ্যানের বিচারে মেসি-রোনালদোর মতো নেইমারের প্রাপ্তি অত বেশি না হলেও চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে কাতালানদের অবিস্মরণীয় জয়ের মূল নায়ক ছিলেন নেইমার। এদিকে এবারও মৌসুমটা দুর্দান্ত কেটেছে বুফ্ফনের। জুভেন্টাসকে টানা তৃতীয়বার ঘরোয়া ডাবল সিরি আ ও কোপা ইতালিয়া জেতাতে বড় অবদান রাখেন ইতালির এই গোলরক্ষক। তবে গত নয় বছর এই পুরস্কার ভাগ করে নেওয়া মেসি (সর্বোচ্চ পাঁচ) ও রোনালদো (চারবার) এবারও ফেভারিট। ধারণা করা হচ্ছে এই দুইজনের মধ্যেই কেউ এবারও এ পুরস্কার জিতবে। আর সে ক্ষেত্রে রোনালদোর সম্ভাবনাই বেশি। আর যদি তাই হয়, তাহলে সবচেয়ে বেশিবার বর্ষসেরা হওয়া মেসির রেকর্ড স্পর্শ করবেন রোনালদো। উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর থেকে এ বছরের ২ জুলাই পর্যন্ত খেলোয়াড়দের অর্জন বিবেচনায় নেওয়া হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তালিকা তিন জনে নামিয়ে আনবে ফিফা। আর ২৩ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। ২৪ জনের সংক্ষিপ্ত তালিকা: লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), নেইমার (বার্সেলোনা-পিএসজি), লুইস সুয়ারেজ(বার্সেলোনা), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), জানলুইজি বুফন (জুভেন্টাস), আন্তোনিও গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ), জ্লাতান ইব্রাহিমোভিচ (ম্যানচেস্টার ইউনাইটেড), এনগোলো কন্তে (চেলসি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন মিউনিখ), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), মানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), আলেক্সিস সানচেজ (আর্সেনাল), পিয়েরে এমেরিক আউবামেয়াং (বরুসিয়া ডর্টমুন্ড), লিওনার্দো বোনুচ্চি (জুভেন্টাস-এসি মিলান), দানি কারবাহাল (রিয়াল মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), এডেন হ্যাজার্ড (চেলসি), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), কেইলর নাভাস (রিয়াল মাদ্রিদ), আর্তুরো ভিদাল (বায়ার্ন মিউনিখ)।
×