ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বার্সেলোনার পর ক্যামব্রিলসে হামলার চেষ্টা ॥ নিহত ৫

প্রকাশিত: ১৭:৪৫, ১৮ আগস্ট ২০১৭

বার্সেলোনার পর ক্যামব্রিলসে হামলার চেষ্টা ॥ নিহত ৫

অনলাইন ডেস্ক ॥ স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ক্যামব্রিলস শহরে একই ধরনের আরেকটি হামলা চেষ্টা নস্যাৎ করেছে পুলিশ। সেখানে পুলিশ সন্দেহভাজন পাঁচ হামলাকারীকে হত্যা করেছে বলে জানায় বিবিসি। পুলিশ জানায়, সন্দেহভাজন এই হামলাকারীরা বার্সেলোনার মত ক্যামব্রিলস শহরে ভিড়ের মধ্যে ভ্যান উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তাদের শরীরে বিস্ফোরক বেল্ট বাঁধা ছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে বার্সেলোনার লাস রামব্লাসে মানুষের ভিড়ে দ্রুতগতির একটি গাড়ি উঠিয়ে দেওয়ায় অন্তত ১৩ জন নিহত এবং ৫০ জনের মতো আহত হয়েছেন বলে নিশ্চিত করেন কাতালান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ফর্ন। একে সন্ত্রাসী হামলা বলছে কাতালান পুলিশ। জঙ্গী দল ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। বিবিসি জানায়, হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। গত বছর ১৪ জুলাই ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে যোগ দিতে আসা মানুষের ভিড়ে ট্রাক উঠিয়ে ৮৬ জনকে হত্যার এক বছরের মাথায় একই ধরনের এই হামলা হল।
×