ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সঙ্গে এরশাদও জড়িত ছিলেন ॥ মতিয়া

প্রকাশিত: ০৮:৪৮, ১৮ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সঙ্গে এরশাদও জড়িত ছিলেন ॥ মতিয়া

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকা-ে জেনারেল জিয়াউর রহমানের সঙ্গে এইচএম এরশাদও জড়িত ছিলেন। বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু হত্যাকা-ের পর তার বিচার হয়নি। বরং জিয়াউর রহমান খুনীদের বাঁচাতে ইনডেমনিটি জারি করেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বানিয়েছিলেন খুনীদের। পরবর্তীকালে এইচএম এরশাদও খুনীদের প্রেসিডেন্সিয়াল প্রার্থী করেছেন। খালেদা জিয়া তাদের সঙ্গে নিয়ে সরকার পরিচালনা করেছেন। এতে বোঝা যায়, তারা শুধু বঙ্গবন্ধু হত্যাকা-ে সুবিধাভোগীই নন, এই হত্যাকা-কে এগিয়েও নিয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকা- হঠাৎ কোন বিষয় নয়। আন্তর্জাতিকভাবে যারা বাংলাদেশ চাননি, সেসব শক্তির পরিকল্পিত বিষাক্ত ফল। ধর্মের নামে যারা সন্ত্রাস চালাচ্ছে তাদের রুখে দেয়ার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, নরহত্যা ঘৃণার কাজ, মহাপাপ। ইসলাম নরহত্যার অনুমোদন দেয় না। জামায়াত যেমন ভাজা মাছ উল্টে খেতে জানে না। গত ১৫ আগস্টে যে জঙ্গী পান্থপথে আত্মঘাতী হলো, সে জামায়াতের রুকনের ছেলে। সেও শিবির করে। এদের বিরুদ্ধে হুঁশিয়ার হতে হবে। সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত ঘাতকরা প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা করে। এটা পরিকল্পিত হত্যাকা-। কিন্তু দুঃখের বিষয়, খুনীদের বিচার হলেও পরিকল্পনাকারীদের বিচার করতে পারিনি। তিনি বলেন, পঁচাত্তরের খুনীরা শুধু বঙ্গবন্ধুর বুকে বুলেটের আঘাত করেনি, বাংলাদেশের মানচিত্র ক্ষতবিক্ষত করেছে। ওই হত্যাকা-ের পর থেকে দেশকে অন্ধকারে ঠেলে দেয়া হয়, ইতিহাস বিকৃত করা হয়। বর্তমান প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ আবার আলোর দিকে। তরুণ প্রজš§ সঠিক ইতিহাস জানতে পারছে।
×