ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কোরবানির ঈদে পশুর সঙ্কট হবে না ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৮:৩৫, ১৮ আগস্ট ২০১৭

কোরবানির ঈদে পশুর সঙ্কট হবে না ॥ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু মজুদ আছে। আসন্ন কোরবানির ঈদে তাই পশুর কোন সঙ্কট হবে না। উত্তরাঞ্চলের বন্যারও কোন নেতিবাচক প্রভাব পড়বে না বাজারে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্র্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে ‘দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাত’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, গতবছর কোরবানির ঈদে ১ কোটি ৪ লাখ পশু কোরবানি করা হয়েছিল। এবছর এখন পর্যন্ত কোরবানিযোগ্য ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার পশু প্রস্তুত আছে। প্রতিবছর কিছু নতুন কোরবানি বাড়ে। সেই হিসেবে এবার ১ কোটি ১৫ লাখ পশুর চাহিদা রয়েছে। চাহিদার চেয়ে বেশি পশু রয়েছে আমাদের। তাই এবারের কোরবানিতে পশু ঘাটতি পড়ার কোন আশঙ্কা নেই। তিনি বলেন, যেসব এলাকায় বন্যা হয়েছে; সেখানে ব্যাপকহারে পশু মারা গেছে এমন খবর আমাদের কাছে নেই। কিছু জায়গায় গরু, ছাগল এবং ভেড়া মারা গেছে। তাতে ঘাটতি হওয়ার আশঙ্কা অনেক কম। তবে বন্যাপীড়িত এলাকায় পশু খাদ্যের সঙ্কটের সৃষ্টি হয়েছে। আমরা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদফতরের মাধ্যমে খাবার সরবরাহের চেষ্টা করছি। সমঝোতা চুক্তি অনুষ্ঠানে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও পিকেএসএফের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। এই সমঝোতা অনুসারে গ্রামীণ অর্থনীতি বিষয়ক রিপোর্টিংয়ের জন্য প্রতিবছর ৩টি বিভাগে (টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন) ৩ জন করে মোট ৯ জনকে সম্মাননা (১ লাখ, ৫০ হাজার ও ৩০ হাজার) দেয়া হবে। এই সমঝোতার আওতায় প্রতিবছর ইআরএফের ২ সদস্যকে ঢাকা স্কুল অব ইকোনমিকসে অর্থনীতিতে ডিপ্লোমা অথবা স্নাতকোত্তর পড়াশোনার ব্যয়ভার বহন করবে পিকেএসএফ।
×