ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভুয়া নিয়োগপত্র প্রদান

গাজীপুরে বারি ও ব্রি’র কর্মচারীসহ প্রতারক চক্রের ৯ সদস্য আটক

প্রকাশিত: ০৮:৩৩, ১৮ আগস্ট ২০১৭

গাজীপুরে বারি ও  ব্রি’র কর্মচারীসহ প্রতারক চক্রের  ৯ সদস্য আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ চাকরি দেয়ার নামে ভুয়া নিয়োগপত্র প্রদান করে এক কোটি ৬২ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বাংলাদেশ ধান গবেষণা ও কৃষি গবেষণা ইন্সটিটিউটের কর্মচারীসহ প্রতারকচক্রের ৯ জনকে আটক করেছে র‌্যাব-১ এর স্পেলাইজড কোম্পানির সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, নগদ টাকা ও কয়েকটি মোবাইল সেট জব্দ করা হয়েছে। আটকরা হলো- বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের ফিল্ড এ্যাসিস্ট্যান্ট মোঃ ফারুক হোসেন(৩৫), বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের প্রকল্পের সাবেক কর্মচারী মোঃ মেহেদী হাসান (২৭), মোঃ শরীফ সেলিম (৩২), মোঃ এনামুল হক মামুন (২৮), কার্তিক ঘোষ (২৬), মোঃ বাপ্পি হোসেন (২৮), সাঈদ (২৫), মোঃ হাবিবুর রহমান (২৫) ও মোঃ সুজন মিয়া (৩৫)। আটকদের মধ্যে মোঃ এনামুল হক মামুন গাজীপুর মহানগরের ৩১ নং ওয়ার্ডের বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সভাপতি এবং আটক ফারুকের ছোট ভাই বলে জানা গেছে।
×