ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বার্সেলোনায় মানুষের ভিড়ে ভ্যান দিয়ে হামলায় নিহত ১৩

প্রকাশিত: ০৭:৫৯, ১৮ আগস্ট ২০১৭

বার্সেলোনায় মানুষের ভিড়ে ভ্যান দিয়ে হামলায় নিহত ১৩

জনকণ্ঠ ডেস্ক ॥ স্পেনের বার্সেলোনায় লাস রামব্লাস পর্যটক এলাকায় মানুষের ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে হামলার ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে স্পেনের গণমাধ্যম। এল পাইস পত্রিকাসহ অন্যান্য গণমাধ্যমগুলো অন্তত ১০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। তবে পুলিশের একজন মুখপাত্র হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে জানাতে পারেননি। খবর বিবিসির। কাতালান পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলেই মনে করা হচ্ছে। এর আগে স্পেনের পুলিশ টুইটারে এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার কথা জানায় এবং ঘটনাটিকে বড় ধরনের ধ্বংসযজ্ঞ বলে বর্ণনা করেছে। ঘটনাস্থল থেকে পাওয়া খবরে বলা হয়েছে, জরুরী সেবা কর্মীরা পব্লাসা কাতালুনিয়ার আশপাশের এলাকা থেকে লোকজনকে দূরে সরে থাকার আহ্বান জানিয়েছে। লোকজন কাছাকাছি দোকান এবং ক্যাফেগুলোতে আশ্রয় নিচ্ছে এবং স্থানীয় মেট্রো ও ট্রেন স্টেশনগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। ঘটনার পরপরই স্পেনের এল পেরিওডিকো পত্রিকা জানায় বার্সেলোনা শহরের কেন্দ্রস্থলে একটি বারে দুই অস্ত্রধারী লুকিয়ে ছিল। ওই এলাকায় গুলির আওয়াজও শোনা গেছে। তবে এ ঘটনার সঙ্গে ভ্যান চালনার ঘটনার কোন যোগসূত্র আছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এল পাইস পত্রিকা জানিয়েছে, গাড়ির চালক মানুষজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার পর হেঁটে পালিয়ে গেছে। এলাকাটির এক কর্মী বলেন, ‘আমার অফিসের লোকজন লাস রামব্লাসে একটি ভ্যান মানুষজনের ওপর দিয়ে চালিয়ে দিতে দেখতে পায়।’ ‘আমি তিন-চার জনকে মাটিতে পড়ে যেতে দেখলাম। ঘটনাস্থলে এখন সারিসরি এ্যাম্বুলেন্স আর সশস্ত্র পুলিশের ভিড়।’ ঘটনাটির বিস্তারিত এখনও পরিষ্কার জানা যায়নি। তবে গাড়িটি মানুষজনকে আক্রমণ করার জন্যই ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
×