ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বানভাসিদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত: ০৭:৫৭, ১৮ আগস্ট ২০১৭

বানভাসিদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বন্যায় বানভাসি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সরকার এবং দলগতভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। বানভাসি মানুষের কোন ধরনের সমস্যা যাতে না হয় সেজন্য সর্বাত্মক মনিটরিং করার জন্য কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সকলকে সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশনা দেন তিনি। বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সভাপতির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে শুক্রবার কেন্দ্রীয় আওয়ামী লীগের দুটি টিম জামালপুর ও নওগাঁ জেলায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবে। জামালপুর জেলায় আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কর্মসূচীতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিজবাহ উদ্দিন সিরাজ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুছ ছাত্তার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মির্জা আজম এমপি, মারুফা আক্তার পপিসহ স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এছাড়া নওগাঁ জেলায় আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কর্মসূচীতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, নুরুল ইসলাম ঠান্ডুসহ স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান উপনির্বাচনে- মোঃ শাহজাহান আওয়ামী লীগের প্রার্থী ॥ এদিকে লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান উপনির্বাচনে মোঃ শাহজাহানকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে দলের স্থানীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মোঃ শাহজাহান লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি এর আগে জেলার রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। দশম জাতীয় সংসদে তিনি লক্ষ্মীপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। মহাজোটের শরিক তরিকত ফেডারেশনকে আসনটি ছেড়ে দিলে শাহাজাহান দলের নির্দেশে নিজ মনোনয়ন প্রত্যাহার করেন। লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম (৭৫) গত ১৪ জুলাই মারা যান। তার মৃত্যুতে পদটি শুন্য ঘোষণা করে আগামী ১০ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইসি। মনোনয়ন বোর্ডের সভায় আরও উপস্থিত ছিলেন মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, ওবায়দুল কাদের, মাহবুব-উল আলম হানিফ, ডাঃ দীপু মনি প্রমুখ।
×