ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আলোর সাহায্যে টাইপ

প্রকাশিত: ০৭:২৬, ১৮ আগস্ট ২০১৭

আলোর সাহায্যে টাইপ

যেকোন সমতল জায়গায় আলো ফেলে টাইপ করার সুযোগ দিতে জুড়ি নেই সনির এক্সপেরিয়া টাচ প্রজক্টরের। স্ক্রিনটিতে স্পর্শ করে পিয়ানোয় গান বাজানোর পাশাপাশি বিভিন্ন এ্যাপও ব্যবহার করা যায়। ইনফ্রারেড আলো এবং ক্যামেরার সাহায্যে ব্যবহারকারীদের স্পর্শ শনাক্ত করতে পারে এ্যানড্রয়েড ৭.০ অপারেটিং সিস্টেমে চলা বহনযোগ্য প্রজেক্টরটি। সূত্র : সায়েন্স ডেইলি
×