ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফার্স্ট ফিন্যান্সের এজিএম ৩০ আগস্ট

প্রকাশিত: ০৭:০২, ১৮ আগস্ট ২০১৭

ফার্স্ট ফিন্যান্সের এজিএম ৩০ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট ফিন্যান্স পুনরায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করেছে। আগামী ৩০ আগস্ট কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ওইদিন বেলা সাড়ে ১১টায় ট্রাস্ট মিলনায়তনে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি জানিয়েছে, পূর্ব ঘোষিত রেকর্ড ডেট ২৩ মে অপরিবর্তিত থাকবে। এজিএমে অন্যান্য বিষয়ের সঙ্গে কোম্পানির সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ অনুমোদন করা হবে। প্রসঙ্গত, এর আগে সঞ্চিতি ঘাটতি সত্ত্বেও লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একজন শেয়ারহোল্ডারের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন অনুষ্ঠিতব্য ফার্স্ট ফিন্যান্সের এজিএম ৬ মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট। কোম্পানিটির পক্ষ থেকে স্থগিতাদেশের বিরুদ্ধে আপীল করা হলে গত ১০ আগস্ট হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করে দেয় আপীল বিভাগ। উচ্চ আদালতের আদেশে কোম্পানিটি এখন এজিএম করতে পারবে। অর্থনৈতিক রিপোর্টার
×