ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পার্বতীপুর ইউএনও লাঞ্ছিত

প্রকাশিত: ০৬:৫৫, ১৮ আগস্ট ২০১৭

পার্বতীপুর ইউএনও লাঞ্ছিত

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১৭ আগস্ট ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমানের ঘটনার রেশ না কাটতেই এবার পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান নিজ দফতরে লাঞ্ছিত হলেন। দিনাজপুর জেলা পরিষদ সদস্য শফিকুর রায়হান নেতা (নেতা নামেই পরিচিত) মারমুখী হয়ে ইউএনওর দফতরে ঢুকে তার (ইউএনওর ) পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে ইউএনও তরফদার মাহমুদুর রহমান এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি জিডি করেছেন। জানা গেছে, শফিকুর রায়হান নেতা বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর উপজেলা পরিষদে ইউএনওর কক্ষে যান। এ সময় ইউএনও তরফদার মাহমুদুর রহমান দাফতরিক কাজ করছিলেন। কক্ষে প্রবেশ করেই পূর্বের একটি বিষয় নিয়ে ইউএনওর সঙ্গে তর্কে লিপ্ত হন। তর্ক-বিতর্কের একপর্যায়ে শফিকুর রায়হান মারমুখী হয়ে ইউএনওকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি দেন। এ অবস্থায় ইউএনও পুলিশকে ফোন করেন। তাৎক্ষণিকভাবে পার্বতীপুর মডেল থানা থেকে এক ভ্যান পুলিশও ঘটনাস্থলে আসে। এ সময় তিনি দেখে নেবেন বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ আগস্ট ॥ সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি বাজারের পার্শ্ববর্তী এলাকায় একটি ডোবা থেকে সিপাত মিয়া (৩) নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ডোবা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। শিশুটি ওই গ্রামের জান্নাত আলীর ছেলে। স্থানীয় লোকজন জানায়, জান্নাত আলী স্ত্রী শাহিনুর বেগমসহ তার নিজস্ব চায়ের দোকানে কাজ করছিল। সকালে তাদের সঙ্গে বাচ্চাও ছিল। হঠাৎ শিশুটিকে দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করে। পরে তারা চায়ের দোকানের পাশে ডোবায় শিশু সিপাত মিয়ার ভাসমান লাশ দেখতে পায়।
×