ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে দু’জনকে কুপিয়ে খুন

প্রকাশিত: ০৬:৫৪, ১৮ আগস্ট ২০১৭

 নরসিংদীতে দু’জনকে কুপিয়ে খুন

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ সুজন সাহা ও আল আমিন নামে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার চিনিশপুরে ও বেলাব উপজেলার দড়িকান্দীতে বুধবার রাতে খুনের দুটি ঘটনা ঘটে । জানা গেছে, ঢাকার মিরপুর পীরেরবাগ এলাকার বিমল সাহার ছেলে সুজন সাহা তার স্ত্রী অদ্বিতী সাহাকে নিয়ে বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে নরসিংদী শহরতলির রাজাদি গ্রামে শ্বশুরবাড়িতে বেড়ানোর উদ্দেশে রওনা হন। রাতে নরসিংদী শহরের ভেলানগর বাসস্ট্যান্ডে নেমে রিক্সাযোগে শ্বশুরবাড়ি যাবার পথে বুধবার রাত অনুমান সাড়ে ১১টার দিকে চিনিশপুরস্থ কালীবাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা সুজন সাহাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। এসময় তার স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন সুজন সাহাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর ঘটনাটি ঘটে একই দিন রাত ১০টায় বেলাব উপজেলার দড়িকান্দী। জানা গেছে, রায়পুরা উপজেলার সাহেরচর গ্রামের নাজিম উদ্দীন মোহনের ছেলে প্রকৌশলী আল আমিন নরসিংদী শহরের কর্মস্থল প্লানভিউ কনসালট্যান্ট এ্যান্ড ইঞ্জিনিয়ার্সে কর্তব্য সম্পাদন শেষে নিজ বাড়ি রায়পুরার সাহেরচর ফেরার পথে বেলাব উপজেলার দড়িকান্দী খালিয়াবন্দের মাঠে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে । পরে তার লাশ পানিতে ফেলে দিয়ে মোটরসাইকেল ও টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়। পরে কে বা কারা তার শ্বশুরের মোবাইলে ফোন করে বিষয়টি অবহিত করে। পরে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ দেখতে পায়। বগুড়ায় ব্যবসায়ীকে জবাই স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, সদরের উদ্দিকোলা এলাকায় বুধবার মধ্যরাতে শাজাহান আলী (৪০) নামের এক ব্যবসায়ীকে মারপিট করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জবাই করা হয়েছে। পুলিশ এই হত্যাকা-ে জড়িত সন্দেহে সোহাগ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। উদ্দিকোলা এলাকায় এক মার্কেটের ওপর তলায় একটি প্রাইভেট ব্যাংকের এজেন্ট অফিসের সামনে এই ঘটনা ঘটে। সূত্র জানায়, দেনা-পাওনা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যার ঘটনা ঘটতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
×